রামনবমীর নামে যারা পিস্তল, শোর্ড নিয়ে মিছিল করছে, রাস্তায় গুন্ডামি করতে বেরিয়েছে। এটা বাংলার সংস্কৃতি নয়। আমি সব উৎসব পালন করি। শান্তিপূর্ণ ভাবে আমি মিছিল অ্যালোউ করেছি। কিন্তু রামের নাম নিয়ে রামের বদনাম করা, কাউকে খুন করার অধিকার কেউ দেয়নি। হঠাৎ করে যারা হাতে অস্ত্র তুলে নিয়েছে। অস্ত্র আইনে তাদের দেখতে হবে। স্ট্রংলি অ্যাকশন নিয়ে হবে। ধর্মের নামে ব্যবসা করছে। এটা কোন ধর্ম? খামখেয়ালী ধর্ম! এটা নিয়ে রাজনীতি হয়না। মানুষের জন্য কাজ করতে হয়। রাজনীতি মানে মানুষকে খুন করা নয়। রামের হাতে কোনোদিন শোর্ড ছিলো। এরা নতুন ধর্মের আমদানী করেছে। আমি দুঃখিত, এই ধরণের আচরণ আমি ঘৃণা করি। পুরুলিয়াতে এক জন মারা গেছে। কেনো তাকে মারা হবে? ডিজিকে বলছি স্ট্রিং অ্যাকশন নাও। কাউকে ছাড়বে না। কেউ যদি অ্যাকশন না নেয় সেই পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।
রিপোর্টার – রফিকুল জামাদার
Be the first to comment