চিকিৎসক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

পরিকাঠামো সহ একাধিক বিষয় নিয়ে ৮টি চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বৈঠক শেষে সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক বলেন,
১) আমরা ৮টি চিকিৎসক সংগঠন আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি।
২) ডাক্তার নিগ্রহ হচ্ছে, তা নিয়ে মুখ্যমন্ত্রীকে বলেছি। নিগ্রহ কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে এই দাবি জানিয়েছি। পুলিশকে দ্রুত অভিযোগ নিয়ে ব্যবস্থা নিতে হবে।
৩) বড় হাসপাতালগুলিতে পুলিশ ফাঁড়ি করার দাবি জানিয়েছি। চিকিৎসকদের যেভাবে জামিন অযোগ্য ধারা দেওয়া হচ্ছে তা নিয়েও মুখ্যমন্ত্রীকে বলেছি।
৪) পরিকাঠামো নিয়ে কথা বলেছি।
৫) ডিসপ্লে করে দেওয়া হোক বড় হাসপাতালগুলিতে, যেখানে লেখা থাকবে চিকিৎসকদের উপর হামলা করা যাবে না।
৬) হাসপাতালগুলির ইমারজেন্সিতে এমন ব্যবস্থা নেই যাতে রোগীকে ভাল করে চিকিৎসা দেবে।
৭) NMC বিল নিয়ে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েছি।
৮) একজন ডক্টরকে ৫০০ জন রোগী দেখতে হচ্ছে, এতে পরিকাঠামোর অভাব হচ্ছে।

রিপোর্টার – রফিকুল জামাদার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*