গতকাল কালবৈশাখীর ঝড়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। ক্ষতি হয়েছে মানুষের ঘর বাড়ির। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন,
কালকে হঠাৎ ঝড় এলো, মানুষের প্রাণ কেড়ে নিল।কলকাতার আশেপাশে কয়েকটি জেলাতেও ঝড় হয়েছে। কেউ কেউ বলছে ১০০কিমি প্রতি ঘন্টার বেশি ছিল গতিবেগ। হঠাৎ করে ঘটায় মানুষের প্রাণ গেলো। পুলিশ, কর্পোরেশন রাস্তায় থেকে যতটা পারার করেছে। না হলে সকালেই সমস্যার সমাধান হত না।
মোট মৃতের সংখ্যা – ১৮। এর মধ্যে, হাওড়ার ৬ জন, কলকাতার ৮ জন, হুগলির ১ জন, উত্তর ২৪ পরগনায় ১ জন, বাঁকুড়ায় ২ জন আছে।
ক্ষতিগ্রস্ত হওয়া বিল্ডিং-এর মধ্যে – ১৫৫টি কোলকাতায়, ২৩ টি হাওড়ায় এবং ৫২ টি হুগলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
২৫২টি গাছ এবং ২২৫টি ইলেকট্রিক পোস্ট পড়ে গেছে।
মেয়রের সঙ্গে কথা হয়েছে। রাত ১টা পর্যন্ত কথা হয়েছে। আমাদের কাছে কোনো সতর্কীকরণ বার্তা ছিল না। সতর্কীকরণ বার্তা থাকলে মানুষ-কে সতর্ক করা যেতো।
ক্ষতিপূরণ দেওয়াটা ‘কোড অফ কনডাক্ট’ এর মধ্যে পড়ে না। তবে অঙ্ক কষে প্রকৃতি চলে না।
Be the first to comment