রফিকুল জামাদার (রিপোর্টার) –
পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে। নিউজ 18 বাংলাতে এক সাক্ষাতকারে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের উন্নয়ন ও পঞ্চায়েত নির্বাচনে অশান্তি প্রসঙ্গে এদিন সাক্ষাতকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন-
১) বিরোধীরা সব এক হয়ে গেছে। তিন ভাই এক হয়ে গেছে। কোর্টে তিন ভাই একসঙ্গে যাচ্ছে।
২) কত বুথ আর কত ঘটনা ঘটেছে।
৩) ৫২ হাজার বুথে মাত্র ৭ থেকে ৯ টি ঘটনা ঘটেছে। দু ডিজিটেও পৌঁছায়নি। সব ক্ষেত্রেই বিজেপি গণ্ডগোল করেছে।
৪) প্ররোচনা ছড়াচ্ছে বিজেপি।
৫) রামনবমীতে মিছিল করার নাম করে, ঝাড়খণ্ড থেকে লোক এনেছে বিজেপি।
৬) বিরোধীদের জন্য ভোট পিছিয়ে যাচ্ছে।
৭) খুন হওয়া ৪ জনই তৃণমূল কর্মী। খুন হচ্ছে তৃণমূল কর্মীরাই।
৮) দেদার টাকা ছড়াচ্ছে বিজেপি।
৯) ঝাড়খণ্ড থেকে লোক এনে পঞ্চায়েত ভোটের আগে ঝামেলা করছে বিজেপি।
১০) বিরোধীরা নমিনেশন করেছে। বিজেপি ৩৯ হাজার নমিনেশন করেছে। তাহলে কি করে ওরা বলছে আমরা নমিনেশন ফাইল করতে দিইনি। জোর করে কুৎসা অপপ্রচার করছে বিরোধীরা।
১১) আমি যথেষ্ট আশাবাদী পঞ্চায়েতে আমরাই জিতব। কারণ আমরা উন্নয়ন করেছি।
১২) বিজেপি ভয় পাচ্ছে, কারণ আমি ফেডারেল ফ্রন্ট গড়ার পক্ষে। সেটা ওরা বুঝে গেছে। ভয় পেয়েছে তাই ওরা টাকা দিয়ে মিথ্যে প্রচার করাচ্ছে।
১৩) কংগ্রেস যদি ফেডারেল ফ্রন্টে আসতে চায় থাকবে। তবে একের বিরুদ্ধে একের লড়াই ওদের বজায় রাখতে হবে।
১৪) ত্রিপুরায় আমাদের গদ্দারটা গদ্দারি করেছে। মুখে নাম নিতে চাই না তার আমি। কারণ আমি তাকে এখন ঘৃণা করি।
১৫) আমি মনে করি বুদ্ধবাবুর একটা আদর্শ আছে। কিন্তু এখন বামেদের কোনো আদর্শ নেই।
Be the first to comment