রফিকুল জামাদার (রিপোর্টার) –
আজকে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আমরা তাতে খুশি। গণতন্ত্রে নির্বাচনটা হোক। গণতন্ত্রে মানুষ এটাই চান, ভোটের মধ্যে দিয়ে প্রতিনিরা নির্বাচিত হোক। পঞ্চায়েত নির্বাচন আমাদের গর্ব। এবার পঞ্চায়েত খুব ভাল কাজ করেছে। আমরা চাই শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে ভোটের কাজ সম্পন্ন হোক।নবান্নে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন,
১) আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করব, ফেক পোস্টার না ছড়িয়ে, বাংলাদেশের ছবি দিয়ে ইস্তাহারে এখানকার গণতন্ত্র বলে না চালিয়ে অথবা লক্ষ্মী মিত্তালের বাড়ির ছবি দিয়ে কিংবা কোনো একটা শয়তান লোকের ছবি দিয়ে, এইসব অপপ্রচার না করে রাজনৈতিক সৌজন্য, গণতান্ত্রিক বোধে লড়াইটা করতে হবে। কুৎসা, অপপ্রচার, চক্রান্তে নয় নির্বাচনটা হোক গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক ভাবে।
২) আমি সব রাজনৈতিক দল, সাধারণ মানুষ সবাইকে বলব শান্তিতে নির্বঘ্নে ভোট দিন।
৩) বাইরের কোনো রাজ্যে থেকে লোক এনে এরাজ্যে কোনো অশান্তি আমরা হতে দেবো না। আমরা তার জন্য বর্ডার গুলিতে সিল করে দেবো এবং নজরদারি বাড়ানো হবে।
Be the first to comment