পঞ্চায়েত ভোট নিয়ে ডামাডোলের মাঝেই রাজ্যস্তরের প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, নবান্ন সভাঘরে এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, সিপি সহ বিভিন্ন দফতরের সচিবরা। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর নির্দশে মন্ত্রীরা এই মুহুর্তে বিভিন্ন জেলায় পঞ্চায়েত প্রচারে ব্যস্ত। এদিনের বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী ক্ষোভপ্রকাশ করে বলেন, কেনো সমস্ত দফতর তাদের রিপোর্ট জমা দিতে পারেনি। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, মাত্র ১৫ টা দফতর তাদের আপডেটেড কাজের রিপোর্ট জমা দিতে পেরেছে। আবার সদ্য চালু হওয়া অর্থ দফতরের সফটওয়্যারে মাত্র ১১ টি দফতর তাদের রিপোর্ট জমা দিয়েছে। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এদিন জানতে চান কেনো সব দফতর তাদের রিপোর্ট জমা দিতে পারল না। এদিকে ভাগাড় কাণ্ড নিয়ে প্রাণী সম্পদ বিকাশ দফতর ও খাদ্য সরবরাহ ও প্রক্রিয়াকরণ দফতরের সচিবরা মুখ্যমন্ত্রীর রোষের সামনে পড়েন। পাশাপাশি, জঙ্গলমহলে মারা যাওয়া বাঘ বা শিলিগুড়িতে এখনো ধরা না পরা চিতাবাঘ নিয়েও বন দফতরের সচিবকে ভৎর্সনা করেন মুখ্যমন্ত্রী।
তবে প্রশাসনিক বৈঠকে শুধু বকাবাকি কিংবা ভৎর্সনা নয় বেশ কিছু দফতরের কাজে খুশি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান রাজ্যের প্রায় আট থেকে ১০ টি দফতর সর্বভারতীয় স্তরে প্রথমস্থান অধিকার করেছে।
সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর আরো বক্তব্য পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রায় ১ মাসের উপর। কিন্তু উন্নয়নমুখী কোনো কাজই আটকে নেই সব কাজই করছে তাঁর প্রশাসন। তবে নির্বাচনী বিধির কারণে নতুন কোনো প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে সমস্ত দফতরের সচিবদের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যাতে তাঁরা আপাতত নতুন প্রকল্পের ডিপিআর তৈরি করে রাখেন। যাতে নির্বাচন মিটলেই কাজ শুরু করে দেওয়া যায়।
Be the first to comment