রফিকুল জামাদার (রিপোর্টার) –
কাস্তে হাতুরি, হাত, পদ্মফুল কি করে এক হল। আজকে কীসের জন্য বাম কংগ্রেস বিজেপি একসঙ্গে হামলা করছে। একসঙ্গে কোর্টে যাচ্ছে। শুক্রবার জি ২৪ ঘন্টায় এক সাক্ষাতকারে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন,
১) গণতন্ত্রে প্রত্যেকটা নির্বাচন গুরুত্বপূর্ণ। কর্ণাটকে ত্রিশঙ্কু ফলাফল হবে। কংগ্রেস ও বিজেপি কাছাকাছি থাকবে কর্ণাটকে। দেবগৌড়ার পার্টি টিম মেকার হবে। কর্ণাটকে কুমারস্বামী মুখ্যমন্ত্রী হতে পারেন।
২) বিজেপি ও কংগ্রেস মনে করে শুধু আমরাই করব, এটা ভূল। সবাইকে বাদ দিয়ে কংগ্রেস এগোতে পারে না। রিজিওনাল পার্টি গুলোকে একসঙ্গে কাজ করতে হবে। মনে রাখতে হবে ফেডারেল ফ্রন্ট এখন অনেক স্ট্রং। একক মেজরিটি কংগ্রেস পাবে না।
৩) আমি কোনোদিন নেতা হতে চাইনা। কর্মী হিসেবে থাকতে চাই। VIP হতে চাই না,
LIP হয়েই থাকতে চাই।
৪) আগে তো আমরা অনেক ভোট দেখেছি। হাত কেটে দেওয়া, মুণ্ডু কেটে দেওয়া, মেয়েদের ধর্ষণ করা। আর ওরাই হামলা করছে, ওরাই কুৎসা করছে। এখনো নন্দীগ্রামের ১০ জন ফিরে আসেনি। আবার ওরা(সিপিআইএম) বড় বড় কথা বলে।
৫) কাস্তে হাতুরি, হাত, পদ্মফুল কি করে এক হল। আজকে কীসের জন্য বাম কংগ্রেস বিজেপি একসঙ্গে হামলা করছে। একসঙ্গে কোর্টে যাচ্ছে।
৬) শুনলাম ভাঙড়ে একটা ঘটনা ঘটিয়েছে আরাবুল। আমি পুলিশকে বলেছি অ্যারেস্ট করে নিতে।
৭) শাসকদল কখনো গণ্ডগোল চায় না।
৮) সিপএম আমলে অনেক কিছু ঘটেছে।
৯) কংগ্রেস বাংলায় বিজেপির সঙ্গে। তাহলে আমি জাতীয় স্তরে কেনো কংগ্রেসকে সমর্থন করবো?
১০) ভাঙড়ে মাওবাদী এসে বসে আছে।
১১) বেলপাহাড়িতে তৃণমূলকে মনোনয়ন জমা দিতে দেয় নি।
১২) কেউ বলছে স্মার্ট ফোন দেব। কোন অধিকার থেকে এইসব বলছে। এটা দুর্নীতি নয়?
Be the first to comment