একটা সরকারের কর্মসূচী কখনো ধর্ম নিয়ে হতে পারে না, সংহতি দিবসের মঞ্চ থেকে বললেন মুখ্যমন্ত্রী

Spread the love

পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের ডাকে ধর্মতলার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সংঘতি দিবস পালিত হচ্ছে। এদিন সংহতি দিবসের মঞ্চ থেকে বিজেপিকে কড়া আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন-

একটা সরকারের কর্মসূচী কখনো ধর্ম নিয়ে হতে পারে না। মানুষকে নিয়ে করতে হয়। কোনো ধর্মকে আঘাত করার অধিকার আমার নেই। কে কি খাবে এটা কি বিজেপি ঠিক করবে? শুধু জাতি ধর্ম নিয়ে সুরসুরি চলছে। আমার এখানে ৩১% মুসলিম আছে। কেউ যদি বলে আমি তোষন করছি তাতে আমার কিছুই এসে যায় না। আমরা রামকে সম্মান করি কিন্তু রাবনকে সম্মান করি না। আমরা সিতাকে সম্মান করি কিন্তু কৈকেই কে সম্মান করি না। বিজেপি তুমি হঠাৎ নেতা হলে, আর বিবেকানন্দকে ভোলাতে এলে এটা হতে দেওয়া যাবে না।

রিপোর্টারঃ রফিক জমাদার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*