আমাদের চমকে লাভ নেই, বাংলা মাথা নীচু করে চলতে শেখেনিঃ মুখ্যমন্ত্রী

Spread the love

“আমাদের চমকে ধমকে লাভ নেই। বাংলা মাথা নীচু করে চলতে শেখেনি।” সোমবার নজরুল মঞ্চে বঙ্গবিভূষন ও বঙ্গভূষণ সম্মাননা অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “পৃথিবীকে আমরা পথ দেখাই এটাই আমাদের বাংলা। আমরা ততদিন বেঁচে থাকবো যতদিন আমাদের কালচার বেঁচে থাকবে। বাংলা বিশ্বজয় করবেই।”

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন,

১) আমাদের সরকার মে মাসে শপথ নিয়েছিল। ২০১৬ তেও মে মাসে শপথ নিয়েছিল। তাই আমরা এই সময়টা বেছে নিই বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মান দেওয়ার জন্য।
আজকের দিন টা সারা পৃথিবীর কাছে আমাদের সম্মানের দিন।

২) যারা আমাদের পথ দেখায়, যারা আমাদের আলো দেখায়। যারা আমাদের থার্ড আই। যারা আমাদের ফ্রেন্ড, ফিলোজফার এবং গাইড তারা অনেক সময় পিছনে পড়ে থাকতো। দিল্লীতে পদ্ম পুরস্কার দেওয়া হয়। তাহলে আমাদের রাজ্যের কৃতিরা কেনো পিছনে পড়ে থাকবে, তাই এই পুরস্কার আমরা দিই। আমরা ২০১১ সালে চালু করেছি এই সম্মান।

৩) আজ আশা ভোঁসলে আমাদের এখানে এসেছেন। সময় দিয়েছেন। তিনি এখানে এসেছেন আমরা কৃতজ্ঞ।
আমি লতা জিকেও এই পুরস্কার দিতে চেয়েছিলাম। মুম্বাইতে গিয়ে দিতে চেয়েছিলাম। তাঁর বয়সের কারণে তিনি আসতে পারেননি। যদি তিনি কোনোদিন মনে করেন আমাদের এই সম্মান গ্রহণ করবেন তাহলে আমরা তাঁকে এই পুরস্কার দিয়ে নিজেদের ধন্য মনে করবো। আমরা হৃদয় চিরে দেখাতে পারি লতাজী, আশাজী, মহম্মদ রফি, মান্না দে আমাদের মনের কোথায় রয়েছেন।

৪) বিরজু মহারাজের নাম টা আমাদের মাথায় ছিল না। আমি এখানে এসে শুনলাম। আমি সঙ্গে সঙ্গে বললাম তাঁর বাড়িতে আমরা পুরস্কার পাঠিয়ে সম্মান দেবো। তাঁকে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হবে।

এদিন অনুষ্ঠানে আশা ভোঁসলে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত হন। আশা ভোঁসলে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আমি আগেও কলকাতায় এসেছি, এবারও এলাম। কলকাতার অনেক পরিবর্তন হয়েছে। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। সব বদলে গেছে। জাদুর মতো বদলে গিয়েছে কলকাতা।”

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*