লালকুঠিকে ঢেলে সাজানোর নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

লালকুঠি সহ পাহাড়ের বিভিন্ন সার্কিট হাউজকে ঢেলে সাজানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার জিটিএর সঙ্গে বৈঠকের পর পাহাড়ের উন্নয়নের জন্য এই নির্দেশ দেন মমতা। এদিন সকালে পাহাড়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকার উন্নয়ন খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। তারপরই রিচমন্ড হিল থেকে হেঁটে এসে জিটিএর বৈঠকে যোগ দেন মমতা।

প্রসঙ্গত, বুধবারই লালকুঠি অঞ্চল ঘুরে দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এদিন, ফের সকালে বেরিয়ে অঞ্চল পরিদর্শনের পরে পাহাড়ের সার্কিট হাউজগুলির পরিকাঠামো উন্নয়নে জোর দেন মুখ্যমন্ত্রী। জিটিএ-এর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং একথা জানিয়েছেন। উল্লেখ্য, এদিন সকালে রিচমন্ড হিল থেকে প্রায় ৬ কিলোমিটার হেঁটে লালকুঠিতে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখানে জিটিএ-এর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাংয়ের চেম্বারে ভাইস চেয়ারম্যান অনিত থাপা সহ জিটিএ-এর প্রশাসনিক বোর্ডের বেশ কয়েকজন কর্তার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে তিনি লালকুঠিকে সাজিয়ে তোলার নির্দেশ দেন। পাশাপাশি দার্জিলিঙের জেলাশাসককে ফোন করে মিরিকের কটেজগুলির পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবরও নেন।

এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস সহ রাজ্য পুলিশের দার্জিলিঙের আইজি মনোজ ভার্মা সহ অন্য পুলিশ প্রশাসনের কর্তারাও ছিলেন। বৈঠকের পর দুপুর ২ টো ৩০ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলিগুড়ির উদ্দেশে রওনা দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*