এই ঘটনা জরুরি অবস্থার থেকেও ভয়ঙ্করঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

এই ঘটনা জরুরি অবস্থার থেকেও ভয়াবহ। চিটফান্ডের নাম করে যাকে ইচ্ছা তাকে ধরছে। ভোট এলেই সিবিআইকে ব্যবহার করে কেন্দ্র। সমস্ত সৌজন্য হারিয়ে ফেলেছে ওরা। রবিবার কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই আধিকারিকদের নজিরবিহীন ভাবে প্রবেশের চেষ্টার ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার খবর পেয়ে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষন রাজীব কুমারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

মমতা এদিন আরও বলেন, গায়ের জোরে ক্ষমতায় আসা যায় না। ক্ষমতা থাকলে ভোটে জিতে ক্ষমতায় এসে দেখাক বিজেপি। মমতা বলেন, আমাকে তো হেনস্থা করেছেই পাশাপাশি আমার বাড়িতে যিনি চা দেন তাঁকেও ডেকেছে সিবিআই। ব্রিগেডে মহার‍্যালির পর থেকেই এসব করা হচ্ছে। সিবিআই আধিকারিকদের নির্দেশও দেওয়া হয় ‘কিছু তো করো। আর তারপর থেকেই যাকে পারছে তাকে যখন তখন হেনস্থা করছে সিবিআই। মমতা বলেন, যদি ক্ষমতা থাকে প্রমাণ করে দেখান।

তবে এদিন রাজীব কুমারের পাশে দাঁড়িয়ে মমতা বলেন, যে লোকটি কয়েক কোটি মানুষকে পাহারা দেন তার উপরই এই আক্রমণ? ওনার নিরাপত্তা কোথায়? এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, রাজীব কুমার বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। মমতা পুলিশের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, আমি পুলিশের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। রাজীব কুমার চিটফান্ডের সঙ্গে জড়িত প্রমাণ করুক। আমার ফোর্সকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আজ এরা আমার বাড়ি যাবে। কাল আপনার বাড়ি যাবে। সাহস বেড়ে গেছে। পুলিশের বিপদে-আপদে থাকবো। আমাকে পছন্দ করতে না পারেন। কিন্তু, আমার ফোর্সের উপর আঘাত কেন? 

মমতা আরও বলেন, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। বাংলার মানুষ বিজেপিকে ঘৃণা করে। বাংলায় এসে মোদী-অমিত শাহ গায়ের জোর দেখালেও কোনও লাভ হবে না। বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে। ২০১৯, বিজেপি ফিনিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*