মাসানুর রহমান:
লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে আজ উত্তর দিনাজপুরের নারায়ণপুর ও ইটাহারের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির নেতারা বলছেন বাংলায় এনআরসি চালু করবে। আমরা তা করতে দেব না। অসমে ওরা ২২ লাখ হিন্দু বাঙ্গালির নাম ওরা বাদ দিয়েছে। বিহারি, গোর্খা এরকম সবার নাম বাদ দিয়েছে ওরা। আসামে ওরা মানুষ মারছে। আমাদের প্রতিনিধি দলকে আসামে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু তাও আমরা আসামের লোকেদের জন্যে লড়াই চালিয়ে গিয়েছি।
সিটিজেনশিপ বিল এনে ওরা আপনাকে ছয় বছরের জন্যে বিদেশী বানিয়ে দেবে। তারপরেও কোনও নিশ্চয়তা নেই যে নাগরিকত্ব দেবে কিনা। আদতে ভারতে যারাই ১৯৭১ সালের ২৫-এ মার্চের আগে এসেছেন তারাই ভারতীয় নাগরিক।
তিনি বলেন, এখন শুধু কন্যাশ্রী নয়, উৎকর্ষ বাংলাও আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।উৎকর্ষ বাংলা প্রকল্পে বছরে ৬ লক্ষ যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়। এখন এই প্রকল্প রাষ্ট্রসংঘের প্রথম পুরস্কার পেয়েছে। সবুজ সাথী প্রকল্পে বিনাপয়সায় আমরা ১ কোটি ছেলেমেয়েকে সাইকেল দিই। এই প্রকল্পও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
তিনি আরোও বলেন, রেলমন্ত্রী থাকাকালীন আমি বালুরঘাটে আমি একটি ওয়াগন ইন্ডাস্ট্রি sanction করেছিলাম। বিজেপি সরকার সেই প্রকল্পের কাজও শেষ করেনি। বালুরঘাটে আমরা একটি বিমানবন্দর নির্মাণ করছি। এই জেলায় নতুন বিশ্ববিদ্যালয়ও তৈরি হচ্ছে। তপশিলি, আদিবাসী, সংখ্যালঘু সমাজের সব সম্প্রদায়ের জন্য আমরা কাজ করেছি। আমরা ৮.৫ কোটি মানুষকে ২ টাকা কিলো দরে চাল দেওয়া হয়।
২ কোটি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছে। তাদের উচ্চ শিক্ষার সুযোগ করে দেওয়া হয়েছে। ৬৮ লক্ষ SC/ST ছাত্রছাত্রীদের শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে। সাধারণ ছাত্রছাত্রীদের জন্য বুবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু করা হয়েছে।
[ Category লোকসভার লড়াই ]
Be the first to comment