এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় আবারও গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাংলার মুখ্যমন্ত্রীর হুঙ্কার, ‘‘কোনও এনআরসি হবে না। কোনও বিভাজন হবে না। কাউকে দেশ থেকে তাড়ানো চলবে না। এনআরসি আর ক্যাব মুদ্রার এপিঠ-ওপিঠ’’।
লোকসভায় যখন হই হট্টগোলের মধ্যে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়েছে, ঠিক সেই মুহূর্তে খড়গপুরের মাটিতে দাঁড়িয়ে এর বিরোধিতায় আওয়াজ তুললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। খড়গপুরের সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কোনও এনআরসি হবে না। কোনও বিভাজন হবে না। কাউকে দেশ থেকে তাড়ানো চলবে না। এনআরসি আর ক্যাব মুদ্রার এপিঠ-ওপিঠ। আসামে এনআরসির নাম করে লক্ষাধিক হিন্দু ভারতীয়র নাম বাদ পড়েছে। জনতাকে ভাগাভাগি করবেন না। দেশ ভাগ করবেন না’’।
এরপরই বিজেপিকে নাম না করে আক্রমণ করেন মমতা। বলেন, ‘‘যারা দেশ ভাগ করতে চায়, সেই ফেট্টিবাজদের জায়গা বাংলা নয়। এনআরসি , ক্যাব নিয়ে ভয় পাবেন না। আমরা আছি। আমরা থাকাকলীন কারও ক্ষমতা নেই, আপনাদের উপর কেউ জোর করে কিছু চাপাবে’’।
‘এনআরসি আতঙ্কে বাংলায় মৃত্যু’এর প্রসঙ্গে মমতা বলেন, ‘‘ ফেট্টিবাজদের কথায় দু:খ পেয়ে যাঁরা মারা যান, তাঁদের পরিবারের জন্য দু:খ হয়’’।
এদিন কী বললেন মমতা?
শুনুন!
Be the first to comment