নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ বাতিল করার দাবি তুলে লাগাতার আন্দোলন কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আন্দোলনের তীব্রতা বাড়াতে শনিবার তৃণমূল ভবনে দলের সর্বস্তরের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। দুপুরেই হবে বিশেষ এই বৈঠক। বৈঠক শেষ করে পার্ক সার্কাসে সভা করবেন তিনি।
CAA বিরোধী আন্দোলন জারি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন কোনও ভাবেই বাংলায় NRC করতে দেওয়া হবে না। রাজ্য জুড়ে আন্দোলন চালানোর পাশাপাশি এই বিষয়টিকে নিয়ে ইতিমধ্যেই সংসদে প্রতিবাদের ঝড় তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদেরা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল মিছিল-সভা সহ লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় CAA নিয়ে আন্দোলনের তীব্রতা বাড়াতে দলীয় সাংসদ এবং বিধায়কদের সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে নেবেন তৃণমূল নেত্রী। সেইমতো আজ দুপুরে তৃণমূল ভবনে জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন তিনি। বিশেষ এই বৈঠক থেকেই পরবর্তী পর্যায়ের আন্দোলনের রূপরেখা তৈরি করবেন মমতা। মিটিং ও মিছিলের পাশাপাশি আরও বিরোধিতার সুর চড়াতে এবারে বেশ আটঘাট বেঁধেই নামতে চাইছেন মমতা।
Be the first to comment