বৃহস্পতিবার থেকে বিকেল ৪ টায় ছুটি হবে কিছু সরকারি অফিস ৷ এবার থেকে শিফটিং ডিউটি করবে সরকারি কর্মীরা ৷ সকাল ১০টায় যারা অফিসে আসবেন, তাদের সাড়ে পাঁচটার পরিবর্তে ৪টায় ছুটি হবে ৷ এক সঙ্গে সবার ছুটি হলে বাসে ট্রেনে বেশি ভিড় হতে পারে৷ সেই ভিড় এড়াতেই সরকারের এই সিদ্ধান্ত ৷
বুধবার নবান্নে সংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি জানান, যে সব কর্মী বাড়িতে অসুস্থ, তারা অনলাইনে ছুটির আবেদন করুন,দেখে নেবো ৷ আগামী দু’ সপ্তাহ আমাদের একটু সাবধানে থাকতে হবে ৷ বিদেশ থেকে এলেই স্বেচ্ছায় আইসোলেশনে থাকা উচিত ৷ প্রভাবশালী বলে কোনও টেস্ট করালাম না, এসব চলবে না ৷ সবার জন্য একই নিয়ম ৷
এর আগে করোনা মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল গড়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেদিন নবান্নে জরুরী বৈঠক শেষে তিনি জানিয়েছেন, করোনা মোকাবিলায় যারা কাজ করবেন, সেই সব কর্মীদের জন্য ৫ লক্ষ টাকার অতিরিক্ত বিমা দেওয়া হবে ৷ এই বিমার আওতায় ১০ লক্ষ লোক রয়েছে ৷
স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য ২ লক্ষ পিপিই (পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) কেনা হচ্ছে৷ এছাড়া কেনা হচ্ছে ২ লক্ষ এন-৯৫ মাস্ক এবং আরও থার্মাল গান ৷ এদিকে স্কুল কলেজসহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার সেই ছুটি বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে ৷ ছুটি থাকবে আইসিডিএস কেন্দ্রগুলিও। আইসিডিএস বাচ্চাদের জন্য ঘরে পাঠানো হবে চাল-ডাল ৷
গত সোমবার করোনা নিয়ে নবান্নে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী আরও বলেন, অযথা করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে গুজবে কান দেবেন না। আত্মসন্তুষ্টি থাকা ঠিক নয়। এদিন ইতালি, আমেরিকা-সহ একাধিক দেশের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খতিয়ান পেশ করেন মুখ্যমন্ত্রী।
করোনার সংক্রমণ রুখতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকেও জমায়েত এড়াতে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সিনেমা হল, রিয়েলিটি শোগুলিও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখতে আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে তৃতীয় মৃত্যু ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইতে।
প্রসঙ্গত, ভারতে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। বর্তমান পরিসংখ্যান বলছে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫১। বিভিন্ন রাজ্য থেকে একাধিক ঘটনা সামনে এলে এবং ওডিশা সরকারের তরফে ভ্রমণ নির্দেশিকা লাগু করা হয় যেখানে মার্চ মাসের ১৮ থেকে ইউরোপ এবং ইউনাইটেড কিংডম থেকে আসা নিষিদ্ধ করেছে।
Be the first to comment