আগামী ৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে, একথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। জুলাই মাস থেকে ফের শুরু হবে পঠনপাঠন। কিন্তু সেটাও সম্ভব হবে না বলেই মনে হচ্ছে, করোনাভাইরাস সংক্রমণের কারণে। বুধবার, নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন এমনটাই। তিনি বলেন, মনে হচ্ছে জুলাই মাসেও স্কুল খুলবে না। তবে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো সেরে ফেলা হবে বলেই জানান তিনি।
পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বেসরকারি স্কুলগুলির উদ্দেশে বেতন না বাড়ানোর কথাও উল্লেখ করেন। তিনি বলেন, প্রাইভেট স্কুলগুলোর কাছে আমার অনুরোধ দয়া করে ফিজ বাড়াবেন না এই সময়।
এদিকে দিন কয়েক আগেই সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা হবে জুলাই মাসের ২, ৬ এবং ৮ তারিখে। সেগুলো হবে বলেই আজ নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রীও।
Be the first to comment