গঙ্গাসাগরের প্রস্তুতি নিয়ে আজ মুখ্যমন্ত্রী নবান্নে জরুরি বৈঠক ডাকলেন। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী জানান। যেমন লট এইট পর্যন্ত ট্রাফিক সার্জেন্ট বেশি করে রাখার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। এর ফলে রাস্তায় যানজট অনেকটাই কম হবে। বাসগুলো দু’লাইন করে দাঁড়াতে না পারে সেদিকে ব্যবস্থা নিতে হবে। গাড়ি ডবল লাইন করে পার্কিং করার জন্য ঘন্টার পর ঘন্টা লেগে যায় গাড়ি চলাচলে।
কচুবেরিয়ার কাছে পাঁচটা জেটির সংস্কার করে ফেলতে হবে। গতবারের সেখানে সমস্যা হয়েছিল। লট এইট পর্যন্ত মেডিকেল ক্যাম্প পানীয় জলের ব্যবস্থা করতে হবে। ডিএম, এসপিদের তৎপর থাকতে হবে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নবান্নর সঙ্গে আলোচনা না করে যেন না নেওয়া হয়।
এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পুরো ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে, বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাবেদ খান সহ রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ।
রিপোর্টার-রফিক জমাদার
Be the first to comment