বিলেত থেকে সন্ধ্যা ৬টা ৪০নাগাদ কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিবেদিতার জন্মদিনের দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে লন্ডন যান তিনি তবে তার পুরো সফর জুড়েই ছিল অনাবাসী ভারতীয় এবং লন্ডনের বিশিষ্ট শিল্পপতীদের সাথে বৈঠক। এই বৈঠকগুলো অত্যন্ত সদর্থক এবং ফলপ্রসু হয়। ২০১৮ সালের জানুয়ারী মাসে বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলন ( Bengal Global Business Summit) বসছে কলকাতায়। লক্ষ্মী মিত্তল সহ বহু শিল্পপতী আসবেন বলে কথা দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। এই বিলেত সফর থেকে বাংলায় বিনিয়োগের সম্ভাবনা যে অনেকখানি উজ্জ্বল হলো সে কথা বলাই বাহুল্য। আগামী ২০ তারিখ উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী। ২৩শে নভেম্বর ফিরছেন।
Be the first to comment