মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের কৃষি খামার মাঠে মাটি উৎসবের সূচনা করলেন। তিনি বললেন, সিঙ্গুরের সোনার জমি আমরা ফিরিয়ে দিয়েছি। সিঙ্গুরে ধান ফলেছে, এটা আমাদের গর্ব। আমরা কথা কম বলি কাজ বেশী করি। মাটি আমাদের গর্ব, মাটি আমাদের মা। কণ্যাশ্রী যে মেয়েরা বাল্য বিবাহ রুখেছে তাদের পুরস্কৃত করতে হবে। আমি পুলিশকে বলবো ওদের সম্মানিত করতে।
এদিন তিনি পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাকে নির্মল জেলা হিসাবে ঘোষণা করলেন। বাল্যবিবাহ রোধে ৫৭টি ক্লাবকে সম্মান প্রদান করলেন, যারা ১০৭টি বাল্যবিবাহ রোধ করেছেন। এদিন কৃষক সম্মানও প্রদান করা হয়েছে।
Be the first to comment