বীরভূমে আমোদপুরে সরকারি জনসভায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। এদিন ৩০ হাজার সাধারণ মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দেন। এই অনুষ্ঠানে তিনি আসামের ঘটনা টেনে এনে বিজেপি সরকারের সমালোচনা করে বলেন বিজেপির এত বড় বড় কথা কীসের। আসামে দেখুন সব বাঙালীদের তাড়ানোর চক্রান্ত চলছে। কাজে না পেরে মুখে কুকথা বলছে বিজেপি। বিজেপি সরকার মনে রাখবে আসাম থেকে যদি কোনও বাঙালীকে তাড়িয়ে দেওয়া হয়, আমরা কিন্তু ছেড়ে কথা বলব না। মনে রাখবেন আগুন নিয়ে খেলবেন না। আসামে ইচ্ছে করে নাম কেটে দেওয়া হচ্ছে। তাড়ানোর চক্রান্ত চলছে। আসামের কত ভাই বোন আমাদের এখানে কাজ করে এখানে থাকে। আমরা তাদেরকে বুকে আগলে রাখব। তেমনি বলব আসামে যারা আমাদের বাঙালী আছে তাদেরকে বুকে আগলে রাখুন চক্রান্ত না করে। যদি না রাখেন তাহলে এর প্রতিবাদ আমরা করব।
মুখ্যমন্ত্রী এদিন জানান, আসামের ঘটনায় আগামীকাল দিল্লীতে গান্ধী মূর্তির সামনে তৃণমূল সাংসদদের বলব বিক্ষোভ দেখাতে।
Be the first to comment