তৃণমূল কংগ্রেসের সম্পদ ছাত্র-যুব সমাজঃ মুখ্যমন্ত্রী

Spread the love

শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ছাত্র-যুবর উদ্যোগে রাজনৈতিক কর্মশালায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বললেন,

৬ এবং ৭ মার্চ প্রতিটি জেলায় মিছিল হবে। ৮ মার্চ পর্যন্ত সব জেলায় শনিবার ও রবিবার করে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল করবে তৃণমূল কর্মীরা। টাকা দিয়ে তৃণমূল তৈরী হয়নি। আর টাকা দিয়ে তৃণমূলকে ভেঙে ফেলা যাবে না মনে রাখবেন। এরা (বিজেপি)দাঙ্গা বাঁধানো ছাড়া কিছু জানে না। দাঙ্গা বাঁধানোর জন্য এরা সব সময় চেষ্টা করে। আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজবংশী, কামতাপুরি সহ আরো একটি ভাষাকে আমরা স্বীকৃতি দিচ্ছি। আমি মনে করি আমার ছাত্র ভাই বোনেরা আগামীদিনে রাজ্যকে আরও উন্নয়ণের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনারাই দেশের ভবিষ্যৎ। তৃণমূল কংগ্রেস হলো একটা পরিবার, তৃণমূল কংগ্রেসের একটা কর্মী আমাদের সম্পদ। তৃণমূল কংগ্রেসের সম্পদ ছাত্র-যুব সমাজ।

আমি অভিষেক কে বলবো, এপ্রিলে এক্সাম শেষ হয়ে গেলে জেলায় জেলায় ছাত্র যুবদের নিয়ে রাজনৈতিক কর্মশালা করবে। পার্থদা, বক্সিদাকেও বলবো জেলায় জেলায় রাজনৈতিক সমাবেশ করবেন এপ্রিল থেকে। আমি চাই এপ্রিল মাসের মধ্যে সমস্ত জেলায় সমাবেশ কমপ্লিট করুন। ছাত্র কনভেনশন ও যুব কনফারেন্সগুলো এপ্রিল মাসে করতে। ৬ তারিখ মহিলারা মিছিল করবেন। মহিলা কনভেনশন করুন জলপাইগুড়িতে।

রিপোর্টার – রফিকুল জামাদার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*