হিমাচল তরাই ডুয়ার্স স্পোর্টস ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের উন্নয়ণ প্রসঙ্গে বললেন, বিনয় তামাং বলেছেন, এখানে ইন্ডাস্ট্রিয়াল মিট হওয়া দরকার। আমিও চাই করতে। হ্যাঁ আমি এখানে করব ইন্ডাস্ট্রিয়াল মিট। মার্চ-এপ্রিল করা যায় কিনা দেখব। কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ভয় পান। দার্জিলিং-এ কখন ঠিক থাকে কখন অশান্তি হয় তা নিয়ে তাঁরা চিন্তিত। তাই আপনাদের নিশ্চিত করতে হবে পাহাড়ে শান্তি পরিবেশ বজায় রাখবেন। তাহলেই পাহাড়ে সব হবে।
কেন্দ্র সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আপনাদের কেন্দ্র সরকারের কাছে যেতে হবে না, আপনাদের দিদি আছে, দিদিই দার্জিলিং-এ বিশ্ববিদ্যালয় তৈরি করে দেবে। কেন্দ্রের থেকে ভিক্ষা চাওয়ার দরকার নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা দার্জিলিং-এ শান্তি ফিরিয়ে নিয়ে এসেছেন। আপনারা ভাল থাকুন, পাহাড়বাসী ভাল থাকুক, বাংলা ভাল থাকুক।
রিপোর্টার – রফিকুল জামাদার
Be the first to comment