আবারও বিমান-বিভ্রাটের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, বিকেল ৪টে ৩৫ মিনিট নাগাদ বাগডোগরা থেকে বিমান ওঠেন মুখ্যমন্ত্রী। কলকাতায় নামার কথা ছিল বিকেল ৫টা ৪৫ মিনিটে। মাঝ আকাশেই আধ ঘণ্টা চক্কর খায় মুখ্যমন্ত্রীর বিমান। এনিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভপ্রকাশ করেন। এদিনই কলকাতায় তাঁর সাথে হার্দিক পটেলের বৈঠক হওয়ার কথা ছিলো। বিমান বিভ্রাটের কারণে সেই বৈঠক দেরি হওয়ায় বিরক্তি প্রকাশ করেন তিনি। কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্ডিগোর যে বিমানে মুখ্যমন্ত্রী ছিলেন, সে সম্বন্ধে কোনো তথ্য ছিল না। তাদের দাবি, এয়ার ট্রাফিকে চাপ থাকাতেই দেরি হয়েছে। তবে অতীতেও বিমান-বিভ্রাটের এইরকম ঘটনা মুখ্যমন্ত্রীর সাথে ঘটেছিলো। ২০১৬ সালের নভেম্বরে পটনা থেকে কলকাতায় আসার সময় অবতরণের অনুমতি না দেওয়ায় প্রায় আধ ঘণ্টা আকাশে মুখ্যমন্ত্রীর বিমান চক্কর খেয়েছিলো।
Be the first to comment