আজ কৃষ্ণনগর সার্কিট হাউজে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া জেলার পুলিশ সুপারকে প্রশ্ন করেন, এখানে এত দূর্ঘটনা কেনো হচ্ছে? ব্রীজ গুলোতে স্পীড লিমিটেশন নেই কেনো? রাস্তায় রাস্তায় যেখানে স্লো ড্রাইভ লেখার দরকার লিখছেন না কেনো?
কথায় কথায় কোনও একটা ঘটনা ঘটছে কিছু মানুষ রাস্তায় বসে পড়ছে। ছোট কোনও ঘটনা ঘটলেই জ্বালিয়ে দেওয়া হচ্ছে, গন্ডগোল পাকানো হচ্ছে। সৌজন্যতাটাকে কেউ কেউ দূর্বলতা ভাবে। পলিটিকাল উদ্দেশ্যে কেউ কেউ অশান্তি করার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নেবেন। বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন পুলিশকে ধমক দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, রেগুলার কেনো এই জেলায় মার্ডার হচ্ছে। এখানে ২০০ টাকার বিনিময়ে মার্ডার করা হয় শুনেছি। মাঝে কমেছিল, কিন্তু এখন আবার দেখছি বেড়েছে। এগুলো টেক অফ করুন পুলিশ ডিপার্টমেন্টকে বললেন মুখ্যমন্ত্রী।
রিপোর্টার – রফিকুল জামাদার
Be the first to comment