বৌবাজারে ক্ষতিগ্রস্তদের বাড়ির বদলে বাড়ি, পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Spread the love

মেট্রো রেলের কাজের কারনে বউবাজারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে রাজ্যের তরফে ৫ লাখ টাকা করে এককালীন ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাড়ির বদলে বাড়ি তৈরি করা দেওয়া হবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে। এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছে মেট্রোরেলও। কার কেমন বাড়ি ছিল, কেমন অবস্থা ছিল, পরিবারের সদস্য কতজন, সবকিছুর স্থির করার জন্য সমীক্ষাও করা হবে।

প্রসঙ্গত, মেট্রো রেলের টানেল খোঁড়ার জন্য গত শনিবার থেকে বউবাজারে একাধিক বাড়িতে ফাটল দেখা দেয়। অনেক বাড়ি মাটিতে বসে যায়। কয়েকটি বাড়ির আবার একাংশ ভেঙে পড়ে। এর জেরে ওই এলাকার ৩২৩ জন বাড়ি ছেড়ে হোটেলে ও অন্যত্র আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার দুপুরে নবান্নে এই নিয়ে বৈঠক হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মলয় দে, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, ডিসি সেন্ট্রাল, কলকাতার মহানাগরিক ববি হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্তারা এবং কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির বিষয়টি দেখার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে একটি কোর কমিটি গঠন করা হবে। সেই কমিটিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরাও থাকবেন। মেট্রো রেলের তরফে জানানো হয় তাদের নিজস্ব ভবন রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আপাতত সেখানে ও অন্যত্র বাড়ি ভাড়া করে রাখা হবে। এই ভাড়া রেলের তরফে দেওয়া হবে। এছাড়া যাঁদের বাড়ি ভেঙে পড়েছে ও ফাটল ধরেছে, তাদের বাড়ি তৈরি করে দেওয়া ও ফাটল মেরামত করে দেবে মেট্রো রেল।

এছাড়াও এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মেট্রো রেলকে প্রস্তাব দেন, রাজ্য সরকারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে রেলের তরফেও যেন এককালীন ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। এছাড়া যাদের দোকান ভেঙে পড়েছে তাঁদের যেন দোকান তৈরি করে দেওয়া হয়। মেট্রো রেল জানিয়েছে এই বিষয়টি তারা ভেবে দেখবে।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গে নিয়ে কর্পোরেশন, মেট্রো রেল, পুলিশ ও ডিজাস্টার টিমের লোকজন গিয়ে বাড়িতে ঢুকে সম্পত্তি উদ্ধার করবে। বৈঠকের পর মেট্রো রেলের তরফেও জানানো হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে যথাসম্ভব সাহায্য করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*