ভগিনী নিবেদিতার জন্ম-সার্ধ শতবর্ষ উপলক্ষ্যে লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

ভগিনী নিবেদিতার জন্ম-সার্ধ শতবর্ষ উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিস্টার নিবেদিতাকে ‘ব্লু প্লাক’ সম্মান দিচ্ছে ব্রিটিশ সরকার। রবিবার তাঁর উইম্বলডনের বাড়িতে বিশেষ অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন বেলুড়মঠের প্রবীন মহারাজ ও বহু বিবেকানন্দ অনুগামী। মূলত ইংলিশ হেরিটেজের আমন্ত্রণ রক্ষা করতেই সেখানে গেছেন মুখ্যমন্ত্রী। রামকৃষ্ণ মিশনের তরফেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

প্রসঙ্গত, এই অনুষ্ঠানের জন্যই আগেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল ব্রিটিশ সরকার। তবে মুখ্যমন্ত্রী ব্যস্ততার কারণে সময় দিতে না পারায় অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়। রবিবার এই অনুষ্ঠান উপলক্ষে তৈরি হতে চলেছে ঐতিহাসিক মুহুর্ত।

ব্রিটেন সফরে আরও একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বিখ্যাত অনাবাসী শিল্পপতির সঙ্গে আলোচনা, বণিকসভার সঙ্গেও বৈঠক করবেন তিনি। ইংলিশ হেরিটেজ নামে একটি সংস্থা দীর্ঘদিন ধরে নিবেদিতার জীবন, তাঁর কাজ নিয়ে দীর্ঘ গবেষণার পর এই বাড়িকে হেরিটেজ বাড়ি হিসাবে চিহ্নিত করেছে। স্বামী বিবেকানন্দের সঙ্গে ভারতে আসার আগে লন্ডনের ২১ নম্বর হাইস্ট্রিটের এই বাড়িতেই কিছুদিন বাসা বেঁধেছিলেন মার্গারেট নোবেল। পরবর্তী সময়ে তিনিই আমাদের সবার ভগিনী নিবেদিতা। তাঁর কাছে ঋণী বাংলার মানুষ। আর্ত মানুষের সেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তাঁকে মনে রেখেছে বিশ্ব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*