আমাকে ধমকে কোনও লাভ নেই, আমি ভয় পাই না। ২০১৯ বিজেপি ফিনিশ। শুক্রবার গার্ডেন রিচের ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে এসে একথাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন-
১) গার্ডেন রিচের মানুষের কাছে এটা অনেক বড় পাওনা। আমি যখন লোকসভার সাংসদ ছিলাম, তখন আমি এখানে এসেছিলাম। তখন এখাঙ্কার মানুশ্রা আমার কাছে দাবি করেছিলেন, দিদি এখানে খুব জ্যাম হয়। আমি কথা দিয়েছিলাম আমরা সরকারে আসলে উড়ালপুল করে দেবো। আমি ববি ও আমাদের আধিকারিকদের ধন্যবাদ জানাই। বলা ভালো এই ফ্লাইওভারটি ৪.৩ কিলোমিটার। ফ্লাইওভারটি তৈরি করতে খরচ হয়েছে ৩৪০ কোটি টাকা। এতে এলাকার যানজট কমবে। এই ফ্লাইওভারটি তৈরি করার জন্য ১৩০টি পরিবারকে পুনর্বাসন দিয়েছে রাজ্য সরকার।
২) সাবধানে গাড়ি চালাবেন, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন; কেউ রেসিং করবেন না।
৩) পরে বাটা থেকে জিঞ্জিরা পর্যন্ত একটি ফ্লাইওভার তৈরি করা হবে। পরে এটিকে জোকা- গড়িয়া পর্যন্ত নিয়ে যাওয়া হবে। যেটি বিশ্বের সবচেয়ে ফ্লাইওভার হিসেবে পরিণত হবে।
৪) এছাড়াও সারা কলকাতা জুড়ে বেশ কয়েকটি ফ্লাইওভার তৈরি করা হবে। সেগুলি হল-
- তারাতলা থেকে বালিগঞ্জ
- টালিগঞ্জ থেকে যাদবপুর
- গড়িয়া থেকে জোকা
- ঢাকুরিয়া থেকে যাদবপুর
- টালা ফ্লাইওভার
- মানিকতলা ফ্লাইওভার
- বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাস
এই ফ্লাইওভারগুলি তৈরি হলে কলকাতা যানজটমুক্ত শহর হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
৫) মমতা বন্দোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সুপরিকল্পিত ভাবে মেট্রোর পরিকল্পনা করেছিলেন, সেই মতোই দ্রুত কাজ চলছে।
৬) দেশ জুড়ে নৈরাজ্য চলছে, অরাজকতা চলছে। এইভাবে চলতে পারে না। আগামীদিনে সব রাজ্যগুলো এক হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করবে।
Be the first to comment