নেতাজির জন্মদিনে ভিক্টোরিয়া মেমোরিয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয়৷ আর তা নিয়ে এবার মুখ খুললেন মমতা৷ সোমবার হুগলির পুরশুড়ার সভা থেকে সরাসরি বললেন, ‘‘দেশের প্রধানমন্ত্রীর সামনে আমাকে উত্ত্যক্ত (টিজ) করা হয়েছে ৷’’
গত শনিবার ছিল নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী ৷ সেই উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়ালে পরাক্রম দিবসের অনুষ্ঠান ছিল৷ ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন প্রধান অতিথি৷ সেখানেই মুখ্যমন্ত্রী ভাষণ দিতে যাওয়ার আগে দর্শকাসন থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয়৷ প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ভাষণ দেননি৷ এই নিয়ে তুমুল বিতর্ক চলছে নানা মহলে৷ কেউ ওই ঘটনার প্রতিবাদ করছেন, আবার কেউ উলটো মত পোষণ করছেন৷
সেই প্রসঙ্গই এদিন তোলেন মুখ্যমন্ত্রী৷ দর্শকদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, ‘‘আমাকে বাড়িতে খেতে ডাকলে কী বলবেন, এক থাপ্পড় মারব বেরিয়ে যাও?’’ তাঁর কথায়, এই কাজ যাঁরা করেছেন, তাঁরা ধর্মান্ধ৷ তখনই তিনি সেই ঘটনার সময় প্রধানমন্ত্রীর উপস্থিতির প্রসঙ্গ টানেন৷
একই সঙ্গে তিনি বিজেপির সমালোচনা করেন৷ বিজেপি বাংলাকে অপমান করছে বলেও তিনি অভিযোগ করেন৷ তাঁর দাবি, বিজেপি ভুয়ো ছবি-ভিডিয়ো ছড়াচ্ছে৷ বাংলার শিল্পীদের অপমান করছে বিজেপি৷ বাংলার মহিলা শিল্পীদের ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন৷
একই সঙ্গে দলত্যাগী তৃণমূল নেতাদের কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী৷ তাঁর দাবি, যাঁরা টাকা করেছেন, তাঁরা বিজেপির ঘরে পালিয়ে যাচ্ছেন৷ তৃণমূল টিকিট দিত না বলে পালিয়ে যাচ্ছেন৷ যাঁরা মানুষের জন্য কাজ করেননি, তাঁদের তৃণমূল টিকিট দেবে না৷ দলত্যাগী নেতারা ফিরে আসতে চাইলে আর নেওয়া হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি৷
Be the first to comment