আলিপুরদুয়ারে একাধিক প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বললেন, “আপনাদের বিশ্বাস ভরসা থাকুক আমাদের কাছে”

Spread the love

আজ আলিপুরদুয়ারে ডুয়ার্সকন্যার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এছাড়াও হাসিমারা সনমারা সেতু, জল প্রকল্প পুলিশ ভবন, মাদারিহাট সহ ৪টি কর্মতীর্থ, নতুন তৈরী থ্যালাসেমিয়া ইউনিটের উদ্বোধন করলেন তিনি।

তিনি বললেন,

কয়েক কোটি টাকা খরচ করে বড় বাস টার্মিনাস তৈরী করা হয়েছে।

মেগা ট্যুরিসম প্রোজেক্ট করা হয়েছে। নেপাল, বাংলাদেশ, ভুটান কানেক্ট করে রাস্তা করা হচ্ছে। এতে রোজগার বাড়বে। উন্নয়ন হবে। সাউথ ও নর্থ বেঙ্গল কো অর্ডিনেট করার জন্য এটা হচ্ছে। এর জন্য ৩৫০০ কোটি টাকা খরচ হবে।

বিজেপি বলেছিলো, ৭টা চা বাগান অধিগ্রহণ করবে কিন্তু তারা করেনি। বিজেপি মিথ্যা কথা বলা ছাড়া কিছুই বলে না। এক সময় এই জিনিস করতো সিপিএম। এরা মিথ্যা কথা বলে।

বিজেপি আরএসএস আক্কেল নামে একটা সংগঠন করেছে। ওরা আদিবাসীদের পড়াশোনা করানোর নামে বিজেপি করা শেখাচ্ছে। এদের বিশ্বাস করবেন না। এরা দূর্নীতির পক্ষে।

বিজেপি রাজ্যের অর্থনীতি ভেঙে দিয়েছে। এরা সব ইনকাম বন্ধ করে দিয়েছে। আমি লড়তে জানি হারতে জানি না।

মহারাষ্ট্র, গুজরাট সবাই দেখুক বাংলা কিভাবে মানুষদের ভালোবাসে। গুজরাটে যে কাজ করতে মারা গেছে তার পরিবারকে আমরা ২.৫ লাখ টাকা দিলাম। ওদের মেয়ের বিয়ে সরকার থেকে করে দেওয়া হবে। আক্কেলের নাম করে আমরা আরএসএস করাই না।

আমরা সভ্যতা সংস্কৃতির পুজো করি, দেবদেবীর পুজো করি।

উলুবেড়িয়াতে হজরত মহম্মদের নামে উল্টোপাল্টা লিখে বুক ছাপানো হচ্ছে, এদের নামে এফ.আই.আর করা হয়েছে।

আমাদের পাশে ভুটান বাংলাদেশ। আমরা দুই দেশকে ভালোবাসি। নেপালের সঙ্গেও ভালো সম্পর্ক। পাশে আসাম আছে। আজ আসাম থেকে অনেক জেনুইন মানুষকে বিদায়ের প্রবণতা দেখা যাচ্ছে। নাম তোলা হয়নি ইচ্ছা করে। বাঙালীর গায়ে লাগলে যেমন আমার গায়ে লাগে তেমনই অন্য রাজ্যের মানুষের গায়ে লাগলে আমার গায়ে লাগে। আপনারা সতর্ক থাকবেন কেউ যদি ওখানে থেকে অত্যাচারিত হয়ে কেউ এখানে আসে তাহলে ওদের ঠাঁই দেবেন। এটা যদি শুরু হয় তাহলে গোটা দেশে এর অনেক প্রভাব পড়বে। গোটা দেশে কত দাঙ্গা লাগাবে বিজেপি?

আপনাদের বিশ্বাস ভরসা থাকুক আমাদের কাছে।

কুরুক অ্যাকাডেমি আমরা তৈরী করবো, এই ভাষাকেও আমরা স্বীকৃতি দেবো।

সুভাষ চন্দ্র বোসের জন্মদিনে প্রতি ব্লকে ব্লকে সুভাষ উৎসব হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*