বাংলার স্বাস্থ্যক্ষেত্রে যে প্রকল্প আছে তা দেশের কোথাও খুঁজে পাওয়া যাবে নাঃ মুখ্যমন্ত্রী

Spread the love

ওয়েস্টবেঙ্গল ইউনিভারসিটি অফ হেলথ সায়েন্সের ষষ্ঠতম কনভেনশনে নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী বলেন,

১) আজকের এই দিনটা বিশেষ করে যারা এখানে সম্মানিত হবেন তাদের কাছে খুব ভালো। এটা অনেকের স্বপ্ন থাকে। তাদের সকলকে অভিনন্দন জানাই।

২) বাংলার হেলথ এ যে পরিকাঠামো আছে তা দেশের কোথাও খুঁজের পাওয়া যাবে না। কিছু কিছু ইন্সটিটিউশন আছে বাইরে কিন্তু আমাদের যে মেধা সেখানে কেউ দাঁড়াতে পারবে না। আমাদের সরকারী হসপিটালে অনেক পরিকাঠামো আছে। আমাদের জুনিয়ররা সরকারী হসপিটালে মন দিয়ে ভালো কাজ করছে। নিট এ এক্সাম হয়েছে সেখানে কোনো ভাষাতে ভুল হবে। এই নিয়ে আমি চিঠি দিয়েছি। এটা নিয়ে সবার প্রতিবাদ করা উচিত।

৩) ৩৪ বছরে বাংলায় যা ছিলো তার থেকে অনেক উন্নত হয়েছে। উন্নত পরিকাঠামো তৈরী হয়েছে এখানে।

৪) আমরা বিনা টাকাতে চিকিৎসা দিই। এটা কোনো রাজ্য দেয় না। ২০১১এর আগে ৫৭১ কোটি টাকা বাজেট ছিলো। এখন তা ৮৭৭১ কোটি টাকা করা হয়েছে। ১% খারাপ কাজ করে তার জন্য সবাইকে মর্মাহত হতে হয়।

৫) বাঙুরের ঘটনায় মর্মাহত কেনো টাকার জন্য সমস্যায় পড়তে হয়। কোটি কোটি টাকা রোজগার করে কি আমরা ডায়মন্ড খাবো?

৬) ভালো ভাবে থাকবো, মাথা উঁচু করে থাকবো, সৎভাবে থাকবো।

৭) আমাদের ডাক্তাররা রেগুলার ২ লাখ রোগি দেখে।

8) আমাদের প্রতিবাদ করতে হবে এখন সিস্টেমটাই ভুল। এখানে পড়াশোনা করে অন্য জায়গায় চলে যাবে। চেন্নাই প্রতিবাদ করেছিলো। আবার প্রতিবাদ করতে হবে।

৯) আমি আমাদের রাজ্যের মানুষদের ফ্রিতে ট্রিটমেন্ট দেবো। আমরা তার জন্যই কার্ড দেখা ব্যবস্থা নিতে বলবো।

১০) সুগার, হার্ট অ্যাটাক, ক্যান্সার নিয়ে আরো বেশি করে গবেষণা করা হোক।

১১) পড়ানো আর ট্রিটমেন্ট যাতে একসঙ্গে করতে পারে তার জন্য আমি হেলথ সেক্রেটারীকে বলবো এটা নিয়ে দেখার জন্য। অনেক ডাক্তাররা এমডি করতে চান। আমাদের চিকিৎসক কম আছে। যাতে দুটো একসঙ্গে হয় সেটা দেখার জন্য।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*