সবাইকে নিয়ে চলার নাম মানবিকতা- মুখ্যমন্ত্রী

Spread the love

অনেকে বলেন আমি মুসলিম তোষণ করি, কিন্তু আমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। সবাইকে নিয়ে চলার নামই মানবিকতা। সংখ্যালঘু ছাত্রছাত্রীরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক। ভাববেন না আমি শুধু সংখ্যালঘুদের কথা ভাবি। আমি প্রত্যেকের কথা ভাবি। সকলকে নিয়ে কাজ করি। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন কথাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠান থেকে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়ার জন্য ৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, ৫০ হাজার ছাত্রছাত্রীর কাছে এই সুবিধা পৌঁছে যাবে। সংখ্যালঘুদের জন্য মাত্র ৬ বছরে আমরা ৩৭১৭ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছি। ৮ গুণ বরাদ্দ বাড়িয়েছি। ১ কোটি ৭১ লাখ পড়ুয়া স্কলারশিপ পাচ্ছে। তা সত্ত্বেও কেন্দ্র কিছু দিচ্ছে না। পাশাপাশি তিনি বলেন, সংখ্যালঘু মানেই মুসলিম নয়। এটা বৃহত্তর অংশ। খ্রীশ্চান, পার্শি, জৈন সবাই এক সংসার।

 

মমতা ব্যানার্জি আরও বলেন আগে সংখ্যালঘু দফতর নিয়ে আগে অনেক অভিযোগ আসত। কিন্তু এখন তা অনেকটাই কমে গেছে। অন্যদিকে, কেন্দ্রকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন ৪০ হাজার কোটি টাকা দেনা শোধ করেও সংখ্যালঘুদের আগের বছরে ১.৭১ কোটি স্কলারশিপ দেওয়া হয়েছে, যা রেকর্ড। আর এবছরেও ৩৪ লক্ষ স্কলারশিপ দেওয়া হচ্ছে। কেন্দ্র স্কলারশিপ দিতে চায় না। আমাদের টাকা থেকে আমরা স্কলারশিপ দিচ্ছি। আমি চাই সংখ্যালঘু ছেলে, মেয়েরা মানুষ হোক। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এমনকি শারীরিক প্রতিবন্ধীদেরও ভাতা দেবেনা বলছে কেন্দ্র। আমরা গরীব মানুষকে তাচ্ছিল্য করিনা। তাই কষ্ট হলেও তাঁদের সাহায্য করছি। পাশাপাশি ১ লক্ষ ৬৫ হাজার ছেলে মেয়ে উচ্চশিক্ষায় সুযোগ পেয়েছে। এটা আমাদের কাছে গর্ব।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ৩১ শতাংশ সংখ্যালঘু, ২৩.৯ শতাংশ এসসি (S.C), ৫.৯ শতাংশ এসটি (S.T), ৩৮ শতাংশ ওবিসি (OBC)। তুমি এর সাথে কথা বলবেনা, ওর সাথে কথা বলবেনা এসব চলবেনা। ওঁদের কথাও গুরুত্ব দিয়ে শুনতে হবে।

মুখ্যমন্ত্রী ইন্ডোরে এদিন আরও বলেন, অতিরিক্ত ১ কোটি ১৮ লক্ষ ক্লাসরুম তৈরী করা হয়েছে। প্রত্যেক জেলায় ভবন তৈরী হয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয় তৈরী হয়েছে। আইটিআই, পলিটেকনিক কলেজ তৈরী হয়েছে। মঙ্গলবারই এমএসডিপির উদ্বোধন করা হল। এই সফটওয়্যারের সাহায্যে টাকা জমা দেওয়া যাবে। নতুন সফটওয়্যারের নাম দেওয়া হয়েছে ‘ইজি’।

এছাড়াও এদিনের অনুষ্ঠানে কর্মতীর্থ পুস্তিকা প্রকাশ, কর্মতীর্থের সাফল্যের কথা, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন, বিত্তনিগম প্রকল্প ও পরিচিতি, শুভান্নর উদ্বোধন, সাগর মেলা উপলক্ষে গঙ্গা সাগরের ভেসেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, ভিত্তিপ্রস্থ স্থাপন করা হলো সরকার অনুমোদিত কো এড ইংলিশ মিডিয়াম স্কুলের। নতুন স্কুলটি গার্ডেনরিচে হবে বলে জানা গিয়েছে।

ছবি- শুভেন্দু দাস

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*