ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয় শিল্প সমাবেশে। আর এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের আর্থিক পরিস্থিতি, শিল্পে অনিশ্চয়তা দিয়ে শুরু করেন তিনি। উঠে আসে রাজ্যে সমান্তরাল সরকার চালানোর অভিযোগও। ইনফোকমের মঞ্চে তাঁর অভিযোগ দেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন দেশের আর্থিক বৃদ্ধি তলানিতে। শিল্পেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। শিল্পপতিরা দেশের মাটিতে শিল্গ গড়তে চাইছেন না। পাশাপাশি দেশে অন্ধকার সময় সময় উপস্থিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ব্যাঙ্ক থেকে টাকা তোালার পরিমাণ বেঁধে দেওয়া নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।
এছাড়াও এদিন দেশে বিভাজনের রাজনীতি চলছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতি, ধর্ম, বর্ণ সব বিষয়েই কেন্দ্র বিভেদ তৈরি করছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও দেশে পিঁয়াজের দাম বৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন পিঁয়াজের দাম ১৪০ টাকা ছুঁয়েছে।
তবে এখানেই থেমে থাকেন নি মুখ্যমন্ত্রী। তিনি এদিন দেশে রাষ্ট্রায়ত্ত শিল্পের বিলগ্নিকরণ নিয়ে সমালোচনা করেন। এপ্রসঙ্গে এয়ারইন্ডিয়া, বিএসএনএল-এর কথাও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের রেলমন্ত্রী থাকার সময় আর বর্তমান সময়ের তুলনা দেন। কেন্দ্র রেলকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা আরও বলেন, ভয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রশাসনের বিরুদ্ধে মানুষ সমালোচনা করতে ভয় পাচ্ছে। সমালোচনা করায়, কেন্দ্রের স্ক্যানারে তিনি রয়েছেন বলেও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের অনুষ্ঠানে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
শুনুন!
Be the first to comment