গতকালই শালবনিতে জিন্দালদের কারখানার শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথার উল্লেখ করে সজ্জন জিন্দাল বললেন, শালবনির এই সিমেন্ট কারখানা একটা ছোট বিনিয়োগ, বাংলায় আরও বড় বিনিয়োগ অপেক্ষা করছে ভবিষ্যতে। প্রাথমিকভাবে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেন তিনি। স্টিল, সিমেন্ট, বিদ্যুৎ প্রভৃতি ক্ষেত্রেই মুলত বিনিয়োগ হবে। জিন্দাল বলেন, JSW ভারতের সব রাজ্যেই বিনিয়োগ করেছে কিন্তু বাংলা একটি ব্যতক্রমি রাজ্য কারণ এখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে শিল্প-বান্ধব পরিবেশ তৈরী হয়েছে। তিনি অনূর্দ্ধ-১৭ এর মত বিশ্বকাপও রাজ্যে দেখতে চাওয়ার আশা প্রকাশ করেন।
Be the first to comment