রোজদিন ডেস্ক:-
বাঙালির মহৎ উৎসব দুর্গোৎসব। তা প্রায় দোরগোড়ায় এসে পৌঁছেছে এই মহা পূজা। এই পূজা উপলক্ষে বিভিন্ন জায়গায় চলছে শপিং ফেস্টিভাল। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন বেঙ্গল শপিং ফেস্টিভাল। এই মেলা ভার্চুয়ালি উদ্বোধন করার সাথে সাথে তিনি ফোনে বক্তৃতাও দেন। এরই সাথে তিনি তিনটি বাংলার শাড়ি শোরুমেরও উদ্বোধন করেন। যেগুলি হল পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক, কলকাতা নিউ টাউন এর ইকো পার্কে এবং নদিয়া জেলার ফুলিয়ায় এই শোরুম গুলি উদ্বোধন করেন।
এই উদ্বোধন উপলক্ষে বক্তৃতা রাখেন মুখ্যমন্ত্রী সহ মুখ্য উপদেষ্টা ও রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা , চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্য শিল্পায়ন নিগমের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ শিল্পায়ন নিগমই এই বেঙ্গল শপিং ফেস্টিবলের মূল আয়োজক। প্রায় ২৭০ টি স্টল রয়েছে এই বেঙ্গল শপিং ফেস্টিভাল এ। এর মধ্যে অন্যতম মঞ্জুশা, তন্তুজ, বাংলা শাড়ি, বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশন, বঙ্গশ্রী ও অন্যান্য শিল্পীদের স্টল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তশিল্পী, তাঁতি ও স্বনির্ভর গোষ্ঠী এবং এস এস এম গুলিকে বেঙ্গল শপিং ফেস্টিভাল এ যোগদান করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এটি একটি অভিনব উদ্যোগ। মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন তার বক্তৃতায় শাড়ি তৈরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রয়েছে শীর্ষস্থানে। তিনি আরো বলেন বেসরকারি সহযোগিতায় একই ছাদের তলায় সমস্ত পরিষেবা সম্পন্ন শপিং কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই কমপ্লেক্সের দুটি তলা স্বনির্ভর গোষ্ঠী এবং রাজ্য মালিকানাধীন ব্র্যান্ড গুলির জন্য নির্ধারিত থাকবে।
এই মেলায় শাড়ির পাশাপাশি রয়েছে সেনকো, খাদিম, মকাইবাড়ি, রুপা, ডলার, ইমামি, আইটিসির মত স্টল। এছাড়া রয়েছে স্বাস্থ্যপরিসেবা, স্টিল, প্লাইউড, চামড়া দ্রব্যের স্টল। বাংলায় জিআই স্বীকৃতিপ্রাপ্ত পটচিত্র, মাদুরকাঠি, কাঁথা, ছো নাচের প্রদর্শনীও রয়েছে এই বেঙ্গল শপিং ফেস্টিভাল মেলায়।
Be the first to comment