রোজদিন ডেস্ক :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাইফোঁটা। প্রতি বছর তৃণমূলের নেতারা ডাক পান ওই ভাইফোঁটায়। তাঁদের ফোঁটা দেন মমতা। রবিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটা নিতে আসেন একের পর এক মন্ত্রী, নেতা, বিধায়ক। এসেছিলেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, জাভেদ খান, অরূপ বিশ্বাস, রাজীব বন্দ্যোপাধ্যায়রা।
মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ফোঁটা নিলেন ফিরহাদ হাকিম। এদিন আবার অন্য মেজাজে দেখা গেল পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ফোঁটা নিতে এসেছিলেন। পরনে ধুতি, পাঞ্জাবি। এদিন রাজনীতি নিয়ে কোনও কথা বলবেন না বলে জানিয়ে ফোঁটা নিয়ে বাড়ির পথে রওনা দিলেন কলকাতার মেয়র।
এদিন মুখ্যমন্ত্রীর কাছ থেকে ভাইফোঁটা নেওয়ার পর রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “দিদি প্রত্যেক বছর ভাইদের ডাকেন। দিদির এই যে ভাইফোঁটা, এর কোনও তুলনা নেই। প্রত্যেক বছর এই দিনটার জন্য মুখিয়ে থাকি যে কখন দিদির কাছে যাব। আর দিদির হাত থেকে ফোঁটা নেব।”
ভাইফোঁটার এই দিনে দিদির বাড়িতে উপস্থিত হয়ে ফোঁটা নিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দু’জনের গায়ে ছিল একই রঙয়ের পোশাক।দলত্যাগ করায় মমতা দিদির সঙ্গে দূরত্ব বেড়েছিল শোভনের।
মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে শোভন চট্টোপাধ্যায় বললেন, “দিদির আশীর্বাদটাই আমার কাছে বড় কথা। সারাবছর এই দিনটার জন্য অপেক্ষা করি।”
Be the first to comment