জেলাস্তরে রুখতেই হবে সংক্রমণ, মঙ্গলবার জরুরি বৈঠক মমতার

Spread the love

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই এবার রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে সেই বৈঠকেই করোনা সংক্রমণ রুখতে জেলা প্রশাসনকে যে আরও উদ্যোগী হবে, সেই বার্তাই দেবেন তিনি। এদিন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের উদ্দেশে বলেছেন, গ্রামে যাতে সংক্রমণ না ছড়ায়, তা দেখতে হবে।

জেলাশাসক ও পুলিশ সুপারদের এই বিষয়েও সতর্ক করবেন মুখ্যমন্ত্রী। ভ্যাকশিন প্ল্যান নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে। কলকাতার বাইরে দূরের জেলাগুলোতে এখনও প্রবলভাবে ছাপ ফেলেনি করোনা। এই পরিস্থিতিতে আর কোনওমতেই সংক্রমণ ছড়াতে যাতে না পারে, তা নিয়ে প্রয়োজনীয় নির্দেশও দেবেন তিনি।

করোনা পরিস্থিতির শুরুর দিকেই জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছিলেন, ‘কেউ যেন এ রাজ্যে অনাহারে না থাকে। কোনও কার্পণ্য করবেন না, রেশন কার্ড না থাকলেও খাবার দেবেন সবাইকে। মানুষ বাঁচলে, পয়সা আসবে।’

বেসরকারি হাসপাতালের পরিকাঠামোও করোনার জন্য সরকার ব্যবহার করবে বলেও জানিয়েছিলেন তিনি। সমস্ত বেসরকারি হাসপাতালের ডাক্তার, স্বাস্থ্যকর্মীদেরও এগিয়ে আসার কথা বলেছিলেন তিনি। সেইসময়ই তিনি জানিয়েছিলেন, ‘আগামী দু সপ্তাহ খুব জরুরি। এই সময়টা এমার্জেন্সি। আমাদের ২৪*৭ কাজ করতে হবে।’ তারপরও রোখা যায়নি করোনার দাপাদাপি। এবার তাই আরও একযোগে কাজের পরামর্শ দেবেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*