পিয়ালি আচার্য : বাংলায় আরও বিনিয়োগ টানার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিন দিনের সফরে আজ মুম্বাই এসে পৌঁছেছেন। এখানে বিভিন্ন বণিক সভা ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আজ সন্ধ্যায় তিনি আলটামাউন্ড রোডে মুকেশ আম্বানির বাড়ি ‘অ্যান্টিলিয়া’-তে এসেছেন। বাংলায় বিনিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করেন।
মুকেশ আম্বানির সঙ্গে প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, মুকেশ আম্বানি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি এসেছি। এটা একটা সৌজন্য সাক্ষাৎকার। আমি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট-এ আমন্ত্রণ জানিয়েছি। উনি আগেও এসেছেন, এবারও আসবেন। উনি আগেও বাংলায় বিনিয়োগ করেছেন। এখনও বিনিয়োগ করতে আগ্রহী। বাংলার পক্ষে এটা ভালো হলো।
আগামী কাল সন্ধ্যায় ইয়ং প্রেসিডেন্টস অর্গানাইজেশন-এর সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এই সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খানের বাড়ি ‘মান্নত’-এ যেতে পারেন। সম্ভাবনা রয়েছে ‘মাতুশ্রী’-তে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করারও।
Be the first to comment