ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)
বাংলার পুজো নতুন করে বলার অপেক্ষা রাখে না। পুজো কার্নিভাল দেখার জন্য বিদেশীরা অসেন। এটা আমাদের কাছে গর্ব করার মত। এক বছর ধরে থিম তৈরী করা, পাড়ার মহিলাদের নিয়ে কাজ করা এটা একটা বড়ো মহাযজ্ঞ। এটা কিন্তু অন্য কেউ করে দেখাতে পারবে না। মহালয়ার আগের দিন থেকে পুজো উদ্বেধন করি। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শারদীয়া উৎসব উপলক্ষে পুজো কমিটিগুলির শীর্ষ কর্তাদের সঙ্গে প্রশাসনিক ও সমন্বয় বৈঠকে উপস্থিত হয়ে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি এদিন পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে VIP গেট তুলে দেওয়ার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নো VIP ,অল LIP। তিনি আরও বলেন, এবার দুর্গাপুজোর নিরঞ্জন শেষ করতে হবে ১০ অক্টোবরের মধ্যে। কলকাতা কার্নিভাল হবে ১১ অক্টোবর। মুখ্যমন্ত্রী আরও বলেন, সব পুজো কমিটিকে বিদ্যুতের মাশুলের ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। তবে শুধু কলকাতার পুজো কমিটিগুলি নয়, রাজ্যের প্রতিটি পুজো কমিটিই এই সুযোগ পাবে। কলকাতার বিগ বাজেটের পুজোগুলি হয় মূলত বিজ্ঞাপনের টাকায়। আর সেই বিজ্ঞাপনের জন্য পৌরনিগমগুলিকে ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্স কমানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলো পুজো কমিটিগুলির প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী আজ সেই ট্যাক্স মকুবের কথাও ঘোষণা করেন।
পাশাপাশি, এবার সরকারের তরফে অনুদানের পরিমাণ এবার বাড়িয়ে দেওয়া হয়েছে। গতবছর সরকারের তরফে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিলো পুজো কমিটিগুলিকে। এবার সেই টাকার পরিমাণ ২৫ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মহিলা পরিচালিত পুজোগুলির জন্য আরও ৫ হাজার টাকা করে দেবে সরকার। পুজো কমিটিগুলিকে দমকল বিভাগকে কোনও টাকা দিতে হবে না।
এছাড়াও এদিনের বৈঠক থেকে বৈঠকে বিজেপির বিরুদ্ধে নাম না করে বিভেদ ছড়ানোর অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলায় বিভেদের রাজনীতি করতে দেব না। যখন কেউ পুজামণ্ডপে যান, তখন কী তাঁর নাম, পদবি থেকে ঢোকানো হয়? বড়দিনে আমরাই সব থেকে বেশি কেক কাটি। ঈদে আমরাই সব থেকে বেশি বিরিয়ানি খাই।
এদিনের বৈঠক শেষে ইনকাম ট্যাক্স প্রসঙ্গ তুলে কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ইনকাম ট্যাক্স কেউ দেবেন না। পুজো হলো ট্যাক্স ফ্রি। আমরা গঙ্গাসাগরে যাওয়ার সময় কি ট্যাক্স দিই? দুর্গাপুজো নিয়েই যত ঝামেলা। বাংলাকে অসম্মান করতে দেব না।
এদিনের অনুষ্ঠানে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
শুনুন!
Be the first to comment