রত্নাকে এখন থেকে কাজে লাগান; পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ মমতার

Spread the love

মাসানুর রহমান,

আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে বেহালায় প্রাক স্বাধীনতা দিবস উৎযাপন অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি পার্থ চট্টোপাধ্যায়কে বলেন, শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায়কে এখন থেকেই দলের কাজে লাগাতে। তিনি আরোও বলেন, আমাদের হস্তক্ষেপে জঙ্গলমহল এখন শান্ত, কয়েক বছর আগে খবরের পাতা খুললেই পাওয়া যেত খুন, হত্যার খবর। এখন আমাদের সরকারের হস্তক্ষেপে জঙ্গলমহল এখন শান্ত হয়েছে।

তিনি আরোও বলেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বললেই সিবিআই, ইডি দিয়ে গ্রেফতার করা হবে? এ কেমন নিয়ম? তাবলে আমরা কি ন্যায়ের পক্ষে কথা বলবনা? আমরা বরাবরই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এসেছি আগামীতেও বলব। তিনি বলেন, কাশ্মীর ভাগের আগে আমায় এক মুখ্যমন্ত্রী ফোন করে বলেছিলেন আমার খুব ভয় লাগছে। আমরা বিপদে পড়লে পাশে থাকবেন তো? আমার খুব কষ্ট হচ্ছে এই ভেবে আমরা মানসিকভাবে কাশ্মীরের পাশে থাকলেও সরাসরি থাকতে পারিনি। তিনজন মুখ্যমন্ত্রীর খোঁজ পাওয়া যাচ্ছেনা, এটা অত্যন্ত খারাপ বিষয়। ওদের বিরুদ্ধে বললেই ওরা এভাবে মুখ বন্ধ করার চেষ্টা করবে। কিন্তু বাংলা কোনোদিন পিছু হয়নি আর হবেওনা।

এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন শুনুন!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/909410102728368/?t=0

তবে এবিষয়ে রত্নাদেবী বলেন, এতদিন শোভনবাবু ওয়ার্ডটা দেখতেন,তবে এখন তিনি সম্পূর্ণভাবে তৃণমূল ছাড়ার পর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বললেন এই ওর্য়াডটাকে দেখতে এবং এর সাথে বেহালার সাথেও জুড়ে থাকতে।

সাংসদ ও দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন কেউই দলের উর্ধ্বে নয়। দল যা নির্দেশ দেবে তাই হবে। দলে কখনোই কেউ চিরস্থায়ী নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*