প্রতীকী ছবি,
কলেজে ভর্তি করানোর নামে টাকা চাওয়ার অভিযোগে গ্রেফতার জয়পুরিয়া কলেজের প্রাক্তন ছাত্রনেতা তিতান সাহা। সোমবার সকালে তিতানকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশ জানাচ্ছে, পড়ুয়াদের কাছ থেকে টাকা চাওয়ার ১৭টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে, সোমবার কালীঘাটে এই সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রী এবং কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকের পর আশুতোষ কলেজে পরিদর্শনে গিয়ে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া খতিয়ে দেখেন। মমতা জানান, ভর্তিতে যাতে কেউ বাধা না পায় সেটা দেখা ছাত্র সংসদের কাজ। এখানে কোনওরকম অভিযোগ পাইনি। অনলাইনে ভর্তিতে কোনও অভিযোগ নেই। তবে যেখানে তোলাবাজি হচ্ছে সেখানে কড়া ব্যবস্থা নেবে সরকার। এদিনই নিজে জয়পুরিয়া কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও।
অনলাইনে অভিযোগ পেয়ে রবিবার রাতে শহরের মোট ১৮টি জায়গায় অভিযান চালানো হয়। তিতানের সঙ্গে তোলাবাজিতে যোগ রয়েছে শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের রাতুল ঘোষ নামে এক গ্রুপ ডি কর্মীরও। তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। তবে তাকে গ্রেপ্তার করা যায়নি। তাঁর বাড়ি থেকে প্রচুর মার্কশিট ও অন্যান্য নথি উদ্ধার হয়েছে। কলেজ ভর্তিতে তোলাবাজি রুখতে কড়া পদক্ষেপ করেছে পুলিস। রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে তোলাবাজির যে কোনও অভিযোগ সরাসরি পুলিশকে জানাতেও বলা হয়েছে। নজরদারির জন্য কলেজে কলেজে রয়েছে পুলিস পিকেটও।
Be the first to comment