গত ২ মার্চ কলকাতা থেকে বারাণসী যাওয়ার সময়েও একটি হেলিকপ্টার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিমান এর খুব কাছে পৌঁছে গিয়েছিল বলে অভিযোগ উঠেছে।
তাতে ভিআইপি-র নিরাপত্তা বিঘ্নিত হয়েছে কি না, তা জানতে চেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিধাননগর কমিশনারেট।
গত ৪ মার্চ বারাণসী থেকে ফেরার সময় মুখ্যমন্ত্রীর ওই বিমান ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়ায় পড়ে। বিমানটি এক ধাক্কায় সাত হাজার থেকে নেমে আসে দু’হাজার ফুট নীচে। যার প্রতিঘাতে বিমানে থাকা মুখ্যমন্ত্রীর কোমরে ব্যথা লাগে বলে অভিযোগ উঠেছে।
Be the first to comment