মঙ্গলবার নজরুল মঞ্চে কাউন্সিলরদের নিয়ে বৈঠকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে যারা যারা কাটমানি নিয়েছেন সব ফেরত দিন। চব্বিশ ঘণ্টা কাটেনি দিদির নির্দেশের। এর মধ্যেই কাটমানি ফেরতের দাবিতে শুরু হয়ে গেল তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে।
বুধবার দুপুরে ইলামবাজার থানার শ্রীচন্দ্রপুর পঞ্চায়েতের সদস্য উত্তম বাউড়ি এবং বুথ সভাপতি রাজীব আকুরের বাড়ি ঘেরাও করল গ্রামবাসীরা। দাবি একটাই। দিদি যা বলেছেন তাই। যা নিয়েছ, ফেরত দাও।
গ্রামবাসীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের টাকা থেকে কাটমানি খেয়েছেন ঐ দুই নেতা। ঘটনাসূত্রে এক মহিলা বলেন, “আমাদের ঘর হয়নি। আর ওরা কারও থেকে সাত হাজার, কারও থেকে আট হাজার টাকা নিয়ে নিজেরা পেল্লাই বাড়ি করেছে।” ওই গ্রামবাসীরাও নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করেছেন।
Be the first to comment