আপনারা পাহাড়ে শান্তি বজায় রাখুন, শিল্প হবেই: মুখ্যমন্ত্রী

Spread the love

“প্রথম কাজ আমাদের পাহাড়ের শান্তি বজায় রাখা।তাহলে দার্জলিং-এ শিল্প হবে। উন্নয়ন হবে। কর্ম সংস্থান বাড়বে।” পাহাড়ে শিল্প সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আরও বলেন, “দার্জিলিং-এ ৬ মাসে যে বনধ হয়েছে, তাতে ১০০০ কোটি টাকা পাহাড়ের ক্ষতি হয়েছে। রাজ্য সরকার দার্জিলিং-এ শিল্প গড়ার জন্য সব রকম সাহায্য করবে।”

এদিন মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলন আর কি কি বললেন, দেখে নেব একনজরে।

১) দার্জিলিং-এ শিল্প গড়ার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ রয়েছে।

২) শান্তি বজায় রাখলে শিল্প হবে।

৩) পাহাড়ে শিল্প সম্মেলন হচ্ছে। শিল্প আসবে।সহযোগীতার জন্য জিটিএ-কে ধন্যবাদ।

৪) পাহাড়ে শিল্প গড়তে রাজ্য সরকার সব রকম সাহায্য করবে। আমি রাজনৈতিক দল গুলিকে বলব, পাহাড়ে কোনো যাতে অশান্তি না হয় সেদিকে খেয়াল রাখবেন।

৫) কোনোভাবে যাতে পাহাড়ে অশান্তি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

৬) পাহাড়ে শান্তি দিন, আমি আপনাদের সবক্ষেত্রেই গুরুত্ব দেব।

৭) আপনারা শান্তি বজায় রাখুন, সরকার পাহাড়ে চাকরি সংক্রান্ত বিষয়ে ১০০ কোটি টাকা খরচ করবে।

৮) সবাই ভাল কাজ করুন। কোনো একটা দুটো আসন জিততে গিয়ে কোনো কু-রাজনীতি করবেন না। বাংলাকে দু-টুকরো করবেন না। নাম না করে বিজেপির উদ্দেশ্যে মন্তব্য মুখ্যমন্ত্রীর।

৯) আমি আপনাদের কাছে ভোট চাইতে আসব না। কিন্তু আপনারা পাহাড়কে ভাল রাখুন। আমি এটাই চাইব।

রিপোর্টার – রফিকুল জামাদার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*