কৃষকদের ঘুম কেড়ে নিয়েছে মোদী সরকার। হাজার হাজার কৃষক আত্মহত্যা করছেন। সোমবার মেট্রো চ্যানেলের ধর্না মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এদিন নেতাজি ইন্ডোরে তৃণমূল খেতমজুরদের সম্মেলনেরও ঘোষণা করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, কৃষিজীবীদের সঙ্গে ভোটের আগে প্রতারণা করছে মোদী সরকার। ২০০৬ সালে এখানেই অনশন করেছিলাম। কৃষকদের জমি ফেরাতে ২৬ দিনের অনশন করেছিলাম।
এরপরই কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, কৃষকবিমার টাকা দিচ্ছে রাজ্য। কৃষকবিমার টাকা কেন্দ্রের থেকে নেব না বলেও সাফ জানান মমতা। ধান দিন, চেক নিন প্রথা রাজ্য সরকারই চালু করেছে। নোট বাতিলের জেরে দেশজুড়ে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছেন বলেও দাবি করেন মমতা।
Be the first to comment