হিমাচল তরাই ডুয়ার্স স্পোর্টস ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। অনুষ্ঠানে বক্তৃতা রেখে মুখ্যমন্ত্রী বলেছেন, এর আগে লেবং-এ আমি খেলোয়াড়দের পুরস্কৃত করেছি। এবার এই প্রথম দার্জিলিং-এ হল। দার্জিলিং ছোট জায়গা, কিন্তু ভালবাসার জায়গা। দার্জিলিং বন্ধ হয়ে গেলে তো ট্যুরিস্ট আসতে পারে না। আর টুরিস্ট না এলে হোটেলও চলবে না। বন্ধ করে প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে আপনাদের(পাহাড়বাসী)। আমি মনে করি এই বন্ধের পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া উচিৎ। সিকিমের লোক দার্জিলিং-এ এসে টাকা দিয়ে গণ্ডগোল করার চেষ্টা করছে। সিকিম থেকে কেউ কেউ দার্জিলিং ডিস্টার্ব করার চেষ্টা করছে। মন আর ভালবাসা দিয়ে কেনা যেতে পারে দার্জিলিংকে। কিন্তু টাকা দিয়ে কেনা যাবে না দার্জিলিংকে।
রিপোর্টার – রফিকুল জামাদার
Be the first to comment