গোটা রাজ্য জুড়ে সংস্কৃতি দিবসের অন্যতম কর্মসূচি হিসেবে রাখিবন্ধন উৎসব পালনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Spread the love

চিরন্তন ব্যানার্জি:-

আরজি করে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে সরব গোটা রাজ্য। এরই মধ্যে ১৯ তারিখ বাঙালির মেলবন্ধনের উৎসব রাখী। প্রতি বছরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে পালিত হয় রাখীবন্ধন উৎসব।
এবছরও আরজি কর কাণ্ডের আবহের মধ্যেই রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পৌরসভা, ৭টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা পৌর সংস্থার অন্তর্গত ১৪৪টি ওয়ার্ড ও ২৩টি জেলা সদর এবং জি.টি.এ নিয়ে মোট ৬৩৯টি ইউনিটে সংস্কৃতি দিবস-এর অন্যতম কর্মসূচি হিসেবে রাখিবন্ধন উৎসব উদ্যাপিত হবে আগামী ১৯ আগস্ট সকাল ১১ টায়।
উল্লেখ্য, গত শুক্রবার দোষীদের ফাঁসির দাবিতে পথ নামেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেইদিনই ওই মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন এবছরও ১৯ তারিখ সারা রাজ্য জুড়ে পালিত হবে সংস্কৃতি দিবসের অন্যতম কর্মসূচি হিসেবে রাখিবন্ধন উৎসব। সেই মতোই রবিবার রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতর থেকে এক অনুষ্ঠান সূচী প্রকাশ করে। সেই অনুষ্ঠান সূচী অনুযায়ী গোটা বাংলার পাশাপাশি, রাজ্যস্তরের কেন্দ্রীয় অনুষ্ঠানটি হবে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন রাজ্যের বিদ্যুৎ, আবাসন এবং যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সহ-সভাপতির হিসাবে উপস্থিত থাকবেন যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারী।
প্রসঙ্গত, ১৯ তারিখ গোটা দেশ জুড়ে চিকিৎসকেরা আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রতীকী রাখি উৎসবের ডাক দেয়। আরজি কর থেকে শুরু করে গোটা দেশে ছড়িয়ে থাকা ‘অভয়ার’ ভাইরা যোগ দেবেন এই রাখিবন্ধন উৎসবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*