কয়লাপাচার-কাণ্ডে ধৃত চার কয়লা মফিয়াকে আসানসোলের সিবিআই আদালতে তোলা হল মঙ্গলবার। ধৃত চার জন বেআইনি কয়লা কারবারের মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। তাদের নাম – জয়দেব মণ্ডল, নিরোদ মণ্ডল, নারান নন্দা ও গুরুপদ মাজি ৷ এর মধ্যে জয়দেবকে চারদিনের এবং বাকি তিন জনকে সাতদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক জয়শ্রী বন্দ্যোপাধ্যায় ৷
সোমবারই নিজাম প্যালেসে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর তাদের গ্রেফতার করে সিবিআই। মঙ্গলবার সকালে কলকাতার নিজাম প্যালেস থেকে এই চারজনকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে নিয়ে আসা হয়। এর জেরে এদিন আসানসোল আদালত কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়।
এই গ্রেফতারিকে কয়লাপাচার-কাণ্ডে সিবিআইয়ের বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে। সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে, এদের সকলেরই বেআইনি কয়লা কারবারের যোগাযোগ ছিল অনুপ মাজি ওরফে লালার সঙ্গে। প্রত্যেকেই লালার ঘনিষ্ঠ ছিল ৷ তাই চারজনকে নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই।
চারজনকে জিজ্ঞাসাবাদ করলে বেআইনি কয়লা কাণ্ড নিয়ে আরও বহু তথ্য সামনে আসবে বলে সিবিআইয়ের দাবি। শুধু তাই নয় আরও অনেক প্রভাবশালীদের নাম বেরিয়ে আসতে পারে বলেও মনে করা হচ্ছে। সম্প্রতি দিল্লির রোহিণী আদালতে এজলাসের মধ্যেই গ্য়াংওয়ার হয় ৷ সেই ঘটনার প্রেক্ষিতে এদিন আসানসোল আদালত চত্বরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এমনকি, কোর্টে ঢোকার মুখে প্রত্যেকের গাড়িতে তল্লাশি চালানো হয়।
অভিযুক্তদের আইনজীবী শেখর কুণ্ডু বলেন, সিবিআই সাত দিনের জন্য রিমান্ড চেয়েছে। আমরা তা কম করতে বলেছি কারণ, চারজনই অসুস্থ। তারা তদন্তে সহযোগিতা করেছেন। আগামিদিনেও সহযোগিতা করবেন। ওই চারজনের কাছে সঠিক উত্তর না পেয়েই সিবিআই তাদের গ্রেফতার করেছে বলে জানিয়েছে। অনুপ মাজির যে ৩৫০ কোটির কয়লা সংক্রান্ত মামলা আছে, সেই তদন্তে এদের দিয়ে আলোকপাত করাতে চাইছে সিবিআই। যদিও আমি ব্যক্তিগত ভাবে জানি ২০২০ সালে এরা কেউ বেআইনি কয়লার ব্যবসায় যুক্ত ছিলেন না।
Be the first to comment