কয়লা-কাণ্ডে ৮ আইপিএস অফিসারকে নোটিস ইডির, ১৫ অগাস্টের পর দিল্লিতে জিজ্ঞাসাবাদ

Spread the love

কয়লা-কাণ্ডে এবার রাজ্যে কর্মরত আট আইপিএস অফিসারকে তলব করল ইডি। ১৫ অগাস্টের পর বিভিন্ন সময়ে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডাকা হয়েছে। ইডি সূত্রের খবর, নোটিস দেওয়া হয়েছে তথাগত বসু, জ্ঞানবন্ত সিং, কোটেশ্বর রাও, শ্যাম সিং, সেলভা মুরুগান, সুকেশ জৈন, ভাস্কর মুখোপাধ্যায় এবং রাজীব মিশ্রকে। তাঁরা অতীতে আসানসোল, বর্ধমান, বীরভূম, হুগলি জেলায় কাজ করেছেন। এই সব জেলায় প্রচুর কয়লা খাদান রয়েছে। কয়লা পাচারে তাঁদের কোনও যোগাযোগ ছিল কি না, তা জানতেই ইডির এই নোটিস।

বিরোধীদের অভিযোগ, কয়লা মাফিয়াদের সঙ্গে সংশ্লিষ্ট জেলাগুলির পুলিস ও প্রশাসনের পদস্থ কর্তাদের অনেকের দহরম মহরম ছিল। তাঁদের সঙ্গে টাকা লেনদেনও হত নিয়মিত। ইডি এবার সেই সমস্ত অভিযোগ যাচাই করতে চায় আইপিএস অফিসারদের সঙ্গে কথা বলে।

সূত্র্রের খবর, বুধবার কলকাতার অফিসারদের সঙ্গে দিল্লির ইডি কর্তাদের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই আইপিএস অফিসারদের নোটিস দেওয়ার সিদ্ধান্ত হয়।

ইডির দাবি, বেশ কয়েক বছর ধরে রাজ্যের কয়লা খনি এলাকায় কয়লা পাচারে বিপুল টাকার লেনদেন হয়েছে। মূলত যে সব গাড়িতে কয়লা পাচার হত, সেই গাড়িগুলিকে টোকেন দেওয়া হত। সেই টোকেন দেখলে পুলিস গাড়িগুলি বিনা প্রশ্নে ছেড়ে দিত। তার বদলে পুলিস টাকা নিত। ইডি জানতে চায়, এই টাকা কারা সংগ্রহ করত, সেই টাকা কোন কোনও পদস্থ পুলিস কর্তার কাছে পৌঁছে দেওয়া হত, কোন কোন প্রভাবশালীর কাছে সেই টাকা যেত। যে সময়ে কয়লা পাচার নিয়ে মামলা হয়, সেই সময় খনি এলাকায় বা সংশ্লিষ্ট জেলায় এই আইপিএস অফিসাররা কর্মরত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*