কয়লা পাচার মামলায় সিবিআই আমায় ফাঁসাচ্ছে! জামিন পেতেই বললেন অভিযুক্ত বিকাশ মিশ্র

Spread the love

শেষ চারদিনের হেফাজত। কয়লা পাচার মামলায় আসানসোল সিবিআই আদালত অবশেষে জামিন দিল অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে। কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেই মঙ্গলবার শর্তসাপেক্ষে জামিনে মুক্ত করা হয় তাঁকে। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে বিকাশকে চারদিন নিজেদের হেফাজতে নেয় সিবিআই (CBI)। মঙ্গলবার সেই মেয়াদ শেষ হয়। অভিযুক্ত বিকাশকে তোলা হয় আসানসোল সিবিআই আদালতে। বিচারক রাজেশ চক্রবর্তী তাঁর জামিন মঞ্জুর করেন।

জামিন পেয়ে আদালত থেকে বেরিয়ে বিকাশ মিশ্র এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি দাবি করেন, সিবিআই তাকে ফাঁসাচ্ছে। তাঁর অভিযোগ, সিবিআই তার বিরুদ্ধে মিথ্যে মামলা সাজাচ্ছে। তবে এই চারদিন সিবিআই হেফাজতে থাকাকালীন অনুপ মাঝি ওরফে লালার মুখোমুখি বসিয়ে তাকে জেরা করা হয়েছে কিনা, তা নিয়ে সরাসরি বিকাশ কোনও মন্তব্য করতে চাননি।

যদিও সিবিআই সূত্রে খবর, গত ১৩ মে অনুপ মাঝি ওরফে লালাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডাকা হয়েছিল। সেদিনই অনুপ মাঝি ওরফে লালার মুখোমুখি বিকাশকে বসানো হয়। এদিন বিকাশ বলেন, প্রথম থেকেই তিনি সিবিআইকে তদন্তে সহযোগিতা করছেন। ভবিষ্যতেও করে যাবেন।

গত শুক্রবার ১২ মে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে থেকে সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিকাশকে চারদিনের হেফাজত নিয়েছিল। চারদিনের হেফাজতে শেষে মঙ্গলবার সকালে তাকে ফের সিবিআই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়। বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের তদন্তকারী অফিসারের কাছে মামলার কেস ডায়েরি চান। তা দেখে বিচারক আইওর কাছে জানতে চান, মুল অভিযুক্তর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে কি না? আইও জানান, যা করার তা করা হয়েছে। এরপরেই বিচারক রাজেশ চক্রবর্তী বিকাশ মিশ্রকে জামিন দেন। তিনি নির্দেশ দিয়ে বলেন, হাইকোর্ট বিকাশ মিশ্রকে যে শর্তে জামিন দিয়েছে, সেইসব শর্ত জামিনের ক্ষেত্রে বলবৎ থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*