দেশের প্রথম করোনার ভ্যাকসিন নিয়ে বড় খবর সামনে এল। ভারতের প্রথম করোনার ভ্যাকসিন কোভিশিল্ড বাজারে ৭৩ দিনের মধ্যে পাওয়া যাবে। এই ভ্যাকসিন সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় ভারত সরকার প্রতিটি ভারতীয়কে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেবে। পুনের বায়োটেক সংস্থা সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এই ভ্যাকসিনটি (Covishield) তৈরি করছে।
একটি সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ভারতের সিরাম ইনস্টিটিউটের কর্মকর্তারা বলেছেন যে, ভারত সরকার সিরম ইনস্টিটিউটকে বিশেষ লাইসেন্স দিয়েছে। এর ফলে ভ্যাকসিন ট্রায়াল প্রোটোকলের প্রক্রিয়াটি খুবই দ্রুত গতিতে করা সম্ভব হবে। আশা করা যায় যে ৫৮ দিনের মধ্যে এই ভ্যাকসিনের পরীক্ষা শেষ হবে ৷
উল্লেখযোগ্যভাবে, ভ্যাকসিনের তৃতীয় পর্বের প্রথম ডোজ শনিবার,২২ অগাস্ট, দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজটি প্রথম ডোজের থেকে ২৯ দিনের পরে দেওয়া যেতে পারে। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ১৫ দিনের পর রিপোর্ট প্রকাশিত হবে। কোভিশিল্ড (Covishield)-র সব পরীক্ষা হয়ে যাওয়ার পরই বাজারে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে।
কোভিশিল্ড ভ্যাকসিনটি ১৭ টি কেন্দ্রে ১৬০০ জনের মধ্যে পরীক্ষা করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রের প্রায় ১০০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অ্যাস্ট্রা জেনিকা (Astra Zeneca) নামের একটি সংস্থা থেকে এই ভ্যাকসিন তৈরির সত্ত্বা কিনেছে সিরাম ইনস্টিটিউট । এর ফলে, ভারত এবং ৯২ টি দেশে এই করোনার টিকা বিক্রি করতে সক্ষম হবে সিরাম ইনস্টিটিউট ।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, সরকার সরাসরি সিরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ড ভ্যাকসিন কিনে নেবে এবং প্রত্যেক ভারতীয়কে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। জানা গিয়েছে, ২০২২ সালের জুনের মধ্যে কেন্দ্রীয় সরকার সেরাম ইনস্টিটিউট থেকে ৬৮ কোটি করোনার ভ্যাকসিন কিনবে। সরকারের পরিকল্পনা, অন্যান্য জাতীয় টিকাদান মিশনের মতো এটিও সারা দেশে চালানো হবে।
Be the first to comment